খোরশেদ আলম
‘ঈদ
মোবারক’,
‘ঈদ
মুবারক’,
‘ইদ
মুবারক’,
‘ইদ
মোবারক’—এই
হরেক রকম বানানের সম্মুখিন হওয়া গেল ফেসবুকে। আবার সেটা নিয়ে বিতর্কও করছেন কেউ
কেউ। সমাধান কী?
এর আসলে কোনো সমাধান নেই। আপনি অভিবাদন
জানিয়েছেন এটাই বড় কথা। ভাষা তো আপনার আমার মনের ‘রঙ’টাই প্রকাশ করে। এই রঙটা নষ্ট করলে ভাষা তার
যোগাযোগ হারায়।