রোহিত মিশ্র
ভারতের কমিউনিস্ট বিপ্লবী আন্দোলনে ভারতীয় সমাজের শ্রেণিবিশ্লেষণ ও বুর্জোয়াশ্রেণির চরিত্র নিয়ে বিতর্কের ইতিহাস দীর্ঘদিনের। বিশেষত বিগত প্রায় ৪৫ বছর ধরে ভারত রাষ্ট্রকে আধা-ঔপনিবেশিক ও আধা-সামন্ততান্ত্রিক হিসেবে এবং ভারতীয় বুর্জোয়াশ্রেণিকে মুৎসুদ্দি বলে চিহ্নিত করার অবস্থান ভারতের কমিউনিস্ট বিপ্লবী শিবিরে জোরালোভাবেই বিদ্যমান রয়েছে। অন্যদিকে ভারতের সংশোধনবাদী বামদলগুলির কেউ কেউ, কমিউনিস্ট বিপ্লবী শিবিরের কোনো কোনো সংগঠন, বিভিন্ন গোষ্ঠী ও ব্যক্তিবর্গ ভারতকে মূলত একটি স্বাধীন পুঁজিবাদী দেশ হিসেবে ও এদেশের বৃহৎ পুঁজিপতিশ্রেণিকে স্বাধীন বা জাতীয় বুর্জোয়া বলেও চিহ্নিত করেছেন।