মার্কসবাদ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
মার্কসবাদ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

ভারতে বুর্জোয়া শ্রেণির উদ্ভব, বৈশিষ্ট্য ও প্রকৃতি

রোহিত মিশ্র

ভারতের কমিউনিস্ট বিপ্লবী আন্দোলনে ভারতীয় সমাজের শ্রেণিবিশ্লেষণ ও বুর্জোয়াশ্রেণির চরিত্র নিয়ে বিতর্কের ইতিহাস দীর্ঘদিনের। বিশেষত বিগত প্রায় ৪৫ বছর ধরে ভারত রাষ্ট্রকে আধা-ঔপনিবেশিক ও আধা-সামন্ততান্ত্রিক হিসেবে এবং ভারতীয় বুর্জোয়াশ্রেণিকে মুৎসুদ্দি বলে চিহ্নিত করার অবস্থান ভারতের কমিউনিস্ট বিপ্লবী শিবিরে জোরালোভাবেই বিদ্যমান রয়েছে। অন্যদিকে ভারতের সংশোধনবাদী বামদলগুলির কেউ কেউ, কমিউনিস্ট বিপ্লবী শিবিরের কোনো কোনো সংগঠন, বিভিন্ন গোষ্ঠী ও ব্যক্তিবর্গ ভারতকে মূলত একটি স্বাধীন পুঁজিবাদী দেশ হিসেবে ও এদেশের বৃহৎ পুঁজিপতিশ্রেণিকে স্বাধীন বা জাতীয় বুর্জোয়া বলেও চিহ্নিত করেছেন।

বিষ্ণু দের কবিতায় মার্কসবাদ

বীরেন মুখার্জী
প্রকাশ : ০৪ এপ্রিল, ২০১৪
কবি-সাহিত্যিক-লেখক কি প্রচল কোনও মতাদর্শের অনুসারী? নাকি লেখক নিজের সৃষ্ট মত বা আদর্শ চাপিয়ে দিতে চান পাঠক মহলে? ইয়েটস ও টিএস এলিয়ট প্রবর্তিত আধুনিকতা বাংলা কাব্যসাহিত্যে অনুপ্রবেশ লগ্ন থেকে বাম-ডানের প্রকাশ্য দ্বন্দ্ব পরিলক্ষিত হয়। কবি-সাহিত্যিকরাও স্বসৃষ্ট কিংবা আরোপিত মতাদর্শ নিয়ে বিভাজিত হয়ে পড়েন। এ বিভাজন নতুন নয় বরং সৃষ্টিপর্ব থেকে কালান্তরে ধাবমান। মতাদর্শ সাহিত্যে এক ধরনের পরিবর্তনের সূচনা করে।

কার্ল মার্কসের জীবন ও দর্শন

...........................................................................................................
কার্ল মার্ক্স কে নিয়ে শুধু তার জন্মমৃত্যু দিবসকে নিয়ে আলোচনা করে যদি আমরা ক্ষান্ত থাকি তবে আসলে আমরা তাকেই অপমানিত করছি! আর তার জন্মদিনে যদি আমরা শুধু তার কীর্তিকলাপ নিয়েও আলোচনা করি তবে তবুও আমরা তাকে বা তার দর্শনকে অপমানিত করছি! তাহলে আমরা তাকে নিয়ে বা এই ধরণের আজন্ম বিপ্লবীদের নিয়ে আলোচনা করতে গেলে কী নিয়ে আলোচনা করব?

মানিক বন্দ্যোপাধ্যায়ের সাহিত্য দর্শন

আশরাফ জামান

বৈজ্ঞানিক সত্যকে সাহিত্যে প্রতিষ্ঠা করার জন্য তাঁর প্রলেতারিয়েতের বিরাটত্ব ও ব্যক্তি মানবতার পরিচয় তুলে ধরার জন্যই মানিক কলম হাতে তুলে নেন। মধ্যবিত্ত সমাজে জন্ম নিয়ে নিজের শ্রেণীকে অস্বীকার করে নিম্নশ্রেণীর মানুষের চরিত্রকে গৌরবান্বিত করেছেন তিনি। মধ্যবিত্ত শ্রেণীকে বলতেন মেকি। পদ্মানদীর মাঝি লিখবার সময়ে পদ্মানদীর মাঝিদের সঙ্গে বহুদিন একত্রে সময় কাটিয়েছেন। তাদের সঙ্গে রাত কাটিয়েছেন, খাবার খেয়েছেন।

ফুয়েন্তেসের টেরা নোস্ত্রা – একটি মার্কসবাদী পাঠ

মাসুদুজ্জামান



কার্লোস ফুয়েন্তেসের সবচেয়ে উল্লেখযোগ্য উপন্যাস টেরা নোস্ত্রা (১৯৭৫)। মধ্য-ষাটে রচিত এ-উপন্যাসেই ফুয়েন্তেসের আধুনিক, এমনকি উত্তর-আধুনিক ভাবনার চমকপ্রদ সৃজনশীল প্রকাশ ঘটেছে বলে অনেকের ধারণা। আমেরিকার - যে-আমেরিকার প্রধান অংশ হচ্ছে লাতিন আমেরিকা - সেই ভূখন্ডের সাংস্কৃতিক, রাষ্ট্রিক, ঐতিহাসিক বিবর্তনধারা এই উপন্যাসের প্রধান উপজীব্য বিষয়। টেরা নোস্ত্রাতেই মধ্যযুগের পুনর্লিখন ঘটেছে ফুয়েন্তেসের হাতে, পশ্চিমি নবজাগরণ বা রেনেসাঁসকে পুনর্বিচার করে দেখেছেন তিনি। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে, ফুয়েন্তেস এ-উপন্যাসে মার্কসবাদী ও প্রত্যক্ষবাদী (positivism) দার্শনিক দৃষ্টিকোণ থেকে কীভাবে আধুনিক আমেরিকা ও পশ্চিমি সভ্যতার উত্থান ঘটেছে - রচনা করেছেন সে-আখ্যান।