মৃণাল বসু চৌধুরীর সঙ্গে আলাপ
কোন শব্দে বাঁধি তাকে ? ‘শ্রুতি’ আন্দোলনের কবি ? বিশিষ্ট অনুভবী গল্পকার ? প্রাজ্ঞ প্রাবন্ধিক ? একটি অনুকরণীয় মানুষ? একটি উদার ব্যক্তিত্ব? একটি ছাতার মত আশ্রয় ? একটি বাতাসের মত সহজ প্রশ্রয় ? মৃণাল বসু চৌধুরী আসলে একাধারে সবকটিই । ‘শব্দের মিছিল’ এর ‘একমুঠো প্রলাপ’ তাঁর কাছে গিয়েছিল একটি কথোপকথনের আর্জি নিয়ে, তিনি এক কথায় তা পূরণই শুধু করলেন না, আমার প্রতিটি প্রশ্নে যত্ন সহ উন্মোচিত করলেন তাঁর কথনবিশ্ব, যাপন বিশ্বাস, অন্তরঙ্গ ব্যক্তিগত মধুর স্মৃতি । আভূমি কৃতজ্ঞতা, অঞ্জলিভরা আর আন্তরিক শুভকামনা , দাদা, খুব ভালো থাকুন, আরো অনেক লিখে চলুন আমাদের জন্য , শুধু আমাদের জন্য ।