স্মৃতিকথা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
স্মৃতিকথা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

জীবনানন্দের কন্যা মঞ্জুশ্রী : এক পলকের দেখা

 মলয়চন্দন মুখোপাধ‍্যায়

জীবনানন্দতনয়া মঞ্জুশ্রী দাশকে জীবনে একবার-ই দেখেছিলাম। কথা হয়েছিল যৎসামান‍্য। কিন্তু  সেই সামান‍্যই অসামান‍্য স্মৃতি, যা আমৃত‍্য লালন করে যাবো।

            অকুস্থল মহাকরণ, কলকাতার রাইটার্স বিল্ডিংস নামে যা খ‍্যাত। সময় পেলে ওখানকার  তথ‍্য ও সংস্কৃতিবিভাগে চলে যেতাম। আবৃত্তিকার প্রদীপ ঘোষ, গল্প ও উপন‍্যাসকার বিভূতিভূষণ-আত্মজ তারাদাস বন্দ‍্যোপাধ‍্যায়, অনূনয়দা-অমিতাভদা-অংশুদা-দীপঙ্করদের সঙ্গে  আড্ডা হতো খুব। একটা সারস্বত পরিবেশ ছিল সেখানে।