হেমিংওয়ে লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
হেমিংওয়ে লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

আর্নেস্ট হেমিংওয়ের বিরক্তি!

আর্নেস্ট হেমিংওয়ের লেখা বিখ্যাত উপন্যাস ‘ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি’ নিয়ে চলচ্চিত্র তৈরি করেন জন স্টারগেজ। কিন্তু ছবিটি দেখতে গিয়ে লেখক বিরক্ত হন পরিচালকের ওপর, কারণ গল্পের চিত্রায়ন তার মনঃপূত হয়নি। বিস্তারিত লিখেছেন মোস্তাক চৌধুরী
১৯৫৪ সালে ‘ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি’ উপন্যাসের জন্য আর্নেস্ট হেমিংওয়ে নোবেল পুরস্কার পান। ১৯৫৮ সালে এই উপন্যাসটির গল্প নিয়ে একটি চলচ্চিত্র নির্মিত হয়। চলচ্চিত্রটি পরিচালনা করেন মার্কিন পরিচালক জন স্টারগেজ। হেমিংওয়ে চলচ্চিত্রটি দেখতে গিয়ে বিরক্ত হয়ে বের হয়ে আসেন। উপন্যাসটির চলচ্চিত্রায়ন তার মনঃপূত হয়নি। ‘ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি’ উপন্যাসটির গঠন, ভাষা এবং কারুকাজ বলা চলে গদ্যের ছদ্মবেশে আসলে দীর্ঘ কবিতার। মানুষের পরিণত প্রজ্ঞা এবং স্থায়ী বাক্য শোকের মতো চিরন্তন, তাকে বোধহয় একমাত্র কবিতাই বহন করতে পারে অথবা বিষয়ের চাপে গদ্য গুণগতভাবেই বদলে কবিতা হয়ে ওঠে। উপন্যাটিতে টানা ৮৪ দিন মাছ ধরতে ব্যর্থ হওয়ার পর ৮৫তম দিনে এক বৃদ্ধ জেলে বিরাট আকৃতির মার্লিন মাছ ধরে।