লিমেরিক লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
লিমেরিক লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

লিমেরিকের ইতিহাস

পাঁচ লাইনের কবিতার নাম লিমেরিক কেন হলো? লিমেরিক আসলে একটা জায়গার নাম, 
এর নিজস্ব একটা ইতিহাস আছে, সে ইতিহাস লিমেরিকের মতোই অদ্ভুত। লিখেছেন 
ওবায়দুল গনি চন্দন 
লিমেরিক আয়ারল্যান্ডের একটি জায়গার নাম, ফ্রান্সের সৈন্যদলের আইরিশ ব্রিগেডিয়াররা ওই লিমেরিকে অবস্থানের সময় এই রকম ছড়ার গান গাইত, সেখানে ধোঁয়ার মতো শেষ লাইনে থাকত এই কথাটি ‘খবঃ ঁং পড়সব ঁঢ় ঃড় খরসবৎরপশ’ সুর করে কোরাসের মাধ্যমে, নিশ্চয় কোনো অজানা কবির হাতে এই ধরনের গান চালু ছিল। সৈন্যরা হয়তো লিমেরিকের এই ধরনটার অনুকরণে মুখে মুখে ছড়া তৈরি করে গান গাইত। যুদ্ধ শেষে যে যার বাড়ি চলে গেল গান শোনাল তাদের ভাবি বংশধদের। লিমেরিক থেকে আমদানি বলে এবং খবঃ ঁং পড়সব ঃড় খরসবৎরপশ-এ শেষ কথাটি ‘খরসবৎরপশ’ বলে ছড়াগুলোর নাম হয়ে গেল লিমেরিক।