মোহাম্মদ রফিক লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
মোহাম্মদ রফিক লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

কবি মোহাম্মদ রফিকের প্রয়াণ ও তাঁর কাব্যদর্শন নিয়ে সামান্য কথা

তুষার গায়েন

বাংলার অগণন নদীর আবর্তে, খরস্রোতে ভেসে যাওয়া জীবন ও বিধ্বংসী বন্যার করালগ্রাস থেকে বার বার বেঁচে ফেরা সংগ্রামী মানুষ, সহস্র বছর ধরে বিবিধ ঔপনিবেশিক শাসন-নিপীড়নে ক্লিষ্ট, কিন্তু আত্মপরিচয় ও আত্মপ্রতিষ্ঠার জন্য নিরন্তর সংগ্রামে দীপ্ত বাঙালি জাতির অজেয় জীবনস্পৃহার কাব্যিক রূপসন্ধানে 'সশস্ত্র বাউল' কবি মোহাম্মদ রফিকের দেহাবসান হলো গতকাল ৬ আগস্ট, ২০২৩। ফেসবুক নদীতে এই সংবাদ পেলাম, স্তব্ধ হয়ে রইলাম এবং তাৎক্ষণিকভাবে শোক প্রকাশ করার থেকে মৌন হয়ে থাকার অনুভবই শ্রেয় বোধ হলো।