লেখক-পরিচিতি লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
লেখক-পরিচিতি লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

তারাপদ রায়

Picture

তারাপদ রায়

কবি তারাপদ রায় ছিলেন বিশিষ্ট কবি ও রসরচনাকার। তিনি ‘নক্ষত্র রায়’ ও ‘গ্রন্থকীট’ ছদ্মনামেও লিখতেন। তিনি অধুনা বাংলাদেশের টাঙ্গাইল জেলায় ১৭ নভেম্বর, ১০৩৬ সালে  জন্ম গ্রহন করেন। তিনি বাংলাদেশেই মেট্রিক পাশ করেন বিন্দুবাসিনী উচ্চ বিদ্যালয় থেকে। ১৯৫১ সালে তিনি কলকাতায় চলে যান । তিনি কলকাতার সেন্ট্রাল ক্যালকাটা কলেজে (বর্তমানে মৌলানা আজাদ কলেজ) অর্থনীতিতে লেখাপড়া করেন। কিছুকাল তিনি উত্তর ২৪ পরগণার হাবড়ার একটি স্কুলে শিক্ষকাতও করেন।