সুব্রত কুমার দাস
শহীদুল্লা কায়সার (১৯২৭-১৯৭১) বাংলা উপন্যাসের প্রথম সারির রূপকারদের একজন হলেও তাঁর সাহিত্যিক জীবনের অন্যতম ট্রাজেডি হলো : তাঁর অপেক্ষাকৃত কম সফল উপন্যাস ‘সারেং বৌ’ (১৯৬২)-এর জন্যই তিনি বাংলাভাষী পাঠকের কাছে অধিকতর পরিচিত; এবং শিল্পপ্রশ্নে শ্রেষ্ট কিন্তু গ্রন্থাকারে অপ্রকাশিত ‘কবে পোহাবে বিভারবী’ (রচনাকাল ১৯৭১, ‘শহীদুল্লা কায়সার রচনাবলী-৪’, বাংলা একাডেমী, ঢাকা, ১৯৮৯-এ অন্তর্ভুক্ত) খুব কম পাঠকের কাছেই পৌঁছেছে। অন্যদিকে বলা যায় মান ও প্রচার প্রশ্নে ‘সংশপ্তক’ (১৯৬৫) সবচেয়ে বেশি সার্থক হলেও তাঁর উপন্যাসগুলোতে চোখ বুলালে এটি সহজেই যে কোন পাঠকের কাছে স্পষ্ট হয়ে ওঠে যে শহীদুল্লা কায়সার আধেয় প্রশ্নে যেমন অভিনবত্বের অনুসন্ধানী আধারের নতুনত্ব সন্ধানেও তিনি ছিলেন সদাপ্রচেষ্টা।