৪ আগস্ট ১৭৯২ সালে জন্মগ্রহণ করেন পি বি শেলী। সে হিসাবে আজ তাঁর জন্মদিন। তিনি মারা যান ৮ জুলাই, ১৮২২ সালে।
কবি পি.বি শেলীকে অনেক সময় বিপ্লবী আশাবাদের কবি বলা হয়। অন্যায় ও অবিচারের বিরুদ্ধে তাঁর আছে এক শৈল্পিক কণ্ঠস্বর । শোষণমুক্ত সমাজ ও জীবনের প্রতি টান তাঁর। Ozymandias নামে শেলীর একটি বিখ্যাত কবিতায় কালের গহবরে হারিয়ে যাওয়া এক উন্মত্ত-অহংকারী সম্রাটের ক্রুর ভগ্ন মূর্তির মরুভুমির ধু ধু বালুকাবেলায় ক্ষমতার সসীমতার প্রতিমুর্তি হয়ে দাঁড়িয়ে থাকার চিত্র আছে । এই প্রবল ক্ষমতাবান মিশরীও ফারাওয়ের ভগ্ন-ভাস্কর্যের খবর কবিতার কথক শুনেছেন এক পরিব্রাজকের কাছ থেকে।