খো র শে দ আ ল ম
[ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একেকটি
হত্যাকা-ের পর তাদের অতৃপ্ত আত্মা প্রেতাত্মা হয়ে ঘুরে বেড়ায়। তারা ক্যাম্পাসের বিভিন্ন
জায়গায় বিভিন্ন জনের সঙ্গে কথা বলে। কখনো অন্যরা ভয় পায়। কখনো তাদের সঙ্গে কথা চালিয়ে
যায়। তারা একেকটা বিবেক হয়ে প্রশ্ন করে। ছাত্র, শিক্ষক, নেতা, পাতি নেতা, নিরাপত্তাকর্মী,
গার্ডসহ নানা জনের সঙ্গে তারা কথা বলে। তাদের অতৃপ্ত আত্মারা নানা ধরনের দাবী রাখে,
কখনো হত্যার বিচার চায়। তারা অভিযুক্ত করে জাতির বিবেক শিক্ষকদেরকে পর্যন্ত। কিন্তু
দিনের আলোয় পরিস্থিতি অপরিবর্তিত থাকে। শুধু টিকে থাকে তাদের রক্তাক্ত ইতিহাস। ]