খো র শে দ আ ল ম
![]() |
খালেদ হোসাইন |
শিশুসাহিত্য সরল কিন্তু সহজ নয়। শিশু-কিশোর মনোবিশ্ব ধরতে পারা বড় কল্পনাশক্তির ব্যাপার। একসময় মনে হতো বাচ্চাদের ভুতের গল্প বা যে-কোনো আজগুবি গল্প লেখা খুব সহজ। কিন্তু ব্যাপার মোটেও তা নয়। শিশুদের পৃথিবী আমরা বহু আগেই ছেড়ে এসেছি। শৈশব-কৈশোর কার না প্রিয়? কখনো কখনো ধোঁয়াশা কিন্তু শৈশব-কৈশোরের স্মৃতির ভাললাগা অতুলনীয়। কল্পনার স্মৃতি হাতড়ে সেই বিলীয়মান শৈশবকে লেখনিতে ধারণ করাও কঠিন কাজ। শিশু-কিশোরের জগতে মনটাকে টেনে নিয়ে যেতে হয় গভীর অভিনিবেশের সঙ্গে। একজন নিবিষ্ট কল্পনাজ্ঞানের অধিকারী সে-জগৎকে পাঠকের সামনে তুলে ধরতে পারেন।