ভাষার শপথ আর প্রেমময় কাব্যের শপথ
সকালগুলো এখন বেশ তরতাজা। ঝকঝকে রোদ। শরৎকালীন নানা ফুলের সুবাস। মন বেশ ফুরফুরে থাকে এসময়। দূর এক গ্রামে স্কুলে পড়াই। এখন মাঠভরা আধকাঁচা ধান। বেশ খানিকটা যেতে হয় লাল মোরাম ধরে। গোলদীঘি। তালগাছ আর বিস্তৃত সবুজ শস্যভরা মাঠ। রাতের হিম লেগে থাকে ধানের শিসে। বাতাসে মৃদু দোলে। কঠোর শহর থেকে এখানকার বাসস্টপে পা রাখলে চোঁখ জুড়ায়। এসময়ে গাঁ-দেশ অদ্ভুত সুন্দরী।বেঁচে আছে গ্রাম, তার দারিদ্র, অভাব অনটন নিয়ে, তার সরল সৌন্দর্য নিয়ে, তাই কখনো কখনো নাগরিক ক্লান্তির পরে কোন জমির আইলে শুধু চুপ করে দাঁড়িয়ে থাকি।