মেহেদী উল্লাহ
আমাদের এক বন্ধু পরীক্ষার খাতায় 'ঙ' দিয়েই 'বাংলা' লিখবে, কিন্তু আমাদের এক শ্রদ্ধেয় শিক্ষক তাকে 'ং' দিয়েই বানানটা লিখিয়ে ছাড়বেন। এই নিয়ে দুজনার যুক্তিও ছিল। কিন্তু আমরা অনেকেই ব্যাপারটা নিয়ে হাত ধুয়ে ফেলতাম এই ভেবে, 'দুই উচ্চারণই নাকে বাজে। একটা হলেই হয়, হা হা।'
বাংলা একাডেমির 'ঈদ' কে 'ইদ' লেখার রীতি প্রসঙ্গে কথা হচ্ছে দেখে ঘটনাটা মনে পড়ল। নিয়মানুযায়ী 'ইদ' বানান ঠিক আছে। তাহলে মানতে বাধা কোথায়?