লেখকঃ মেহেদী উল্লাহ
প্রচ্ছদ: মাহবুবুল হক
মূল্যঃ ২০০ টাকা
প্রকাশকঃ কাগজ প্রকাশন স্টল নং-১৭(সোহরাওয়ার্দী উদ্যান)
প্রতিদিনের সমাজ ও রাজনীতির ভিতর থেকে নিখোঁজ মানুষের সূক্ষ্মাতি-সূক্ষ্ম অনুভূতির সঙ্গে সাধারণ মানুষের যাপিত জীবনেরও রূপায়ন এগারটি গল্পের এই সংকলন `তিরোধানের মুসাবিদা`। মানসিক কিংবা শারীরিক মৃত্যু, নিঃসঙ্গতা, পতনশীল সমাজ জীবনের আলেখ্য, মানব-মানবীর অন্তর্জগত প্রভৃতি নিয়ে মেহেদী উল্লাহর গল্পের মুসাবিদা। বাংলাগল্পের উত্তরাধিকার হিসেবে প্রচলধারার গল্পও লিখেছেন; আবার আঙ্গিক ও বিষয়ের নিরীক্ষার দুঃসাহসী উপস্থাপনায় অভ্যস্থ গল্পপাঠক একটু ধাক্কাও খেতে পারেন। পরিব্যপ্ত মানবজমিন আবাদ করে নিম্নবর্গ ও মধ্যবিত্তের মদির জগতের সম্পর্ক ভিন্ন ভাবে সৃজন করেছেন তিনি। বাংলাদেশের গল্প যে নিজস্বতার শেকড়ের খোঁজ চাইছে, তার নিজের ঐতিহ্য নির্মাণে উপভাষা, আঞ্চলিক ভাষার মেলবন্ধনে দেশিকতা ছাড়িয়ে বৈশ্বিক আবহে যে লেখা তৈরি হচ্ছে মুক্তিযুদ্ধ উত্তর প্রজন্মের হাতে; তারই উত্তরাধিকার মেহেদী উল্লাহ। মেহেদী তিরোধানের গোপন-গোপনতর স্রোত আঁচ করতে পারেন বলেই কখনো কখনো তাঁর ভাষা নিস্পৃহ-নীরবতাবহ। ১১ টি গল্পের আলাদা স্বরগ্রাম শোনা গেলেও সুরে তা মৃত্যুউন্মুখ।
ব্যক্তিগত তথ্যঃ
জন্মঃ ২২ ডিসেম্বর, ১৯৮৯, নোয়াখালী।
পড়াশোনা করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে। ২০০৯ সাল থেকে কর্মরত দৈনিক কালের কণ্ঠের ফিচার বিভাগে। এই গল্পগ্রন্থের পাণ্ডুলিপির জন্য পেয়েছেন জেমকন তরুণ কথাসাহিত্য পুরস্কার ২০১৩। ই-মেইলঃ ullahmehedi@gmail.com
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন