মোজাফফর হোসেন লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
মোজাফফর হোসেন লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

জনপ্রিয় সাহিত্য


মোজাফ্ফর হোসেন

আপনি মানেন আর না মানেন, বাঙালি লেখকরা খুব চেষ্টা করলে শরৎচন্দ্রের মতো অথবা বিরাট মেধা হলে রবীন্দ্রনাথ ঠাকুরের মতো ভারি বা সিরিয়াস সাহিত্য উৎপাদন করতে পারবেন। কিন্তু যাকে তাঁরা হালকা বা চটুল জনপ্রিয় সাহিত্য বলে বলে দূরে ঠেলে রাখেন, আসলে সেটা করার ক্ষমতা বা মেধা কোনোটাই তাঁদের নেই। বিশ্ব-কাঁপিয়ে দেওয়ার মতো কথিত সিরিয়াস সাহিত্য আমাদের আছে, কিন্তু গোয়েন্দা, অ্যাডভেন্সার, ভৌতিক, সায়েন্স ফিকশন, ফ্যান্টাসি, রহস্য বা ক্রাইম থ্রিলার, কমিক্স এসব সাহিত্যে আমাদের দৌড় কতটুকু? উল্লেখ্য, আমাদের জনপ্রিয়-ধারার সাহিত্য যা আছে তার একটা বিরাট অংশ মৌলিক না।