জগলুল আসাদ
মিডিয়ার চরিত্র
বোঝা এ সময়ের গুরুত্বপূর্ণ কাজ । মিডিয়া ‘গণমাধ্যম’ অনুবাদে হাজির হয়ে তার মধ্যকার আমলাতান্ত্রিক-ব্যবসায়িক
অবয়বকে সুকৌশলে লুকিয়ে রাখে।মিডিয়া নানাভাবেই নিজেকে উপসথাপন করতে চেষ্টা করে ‘সৎ’, ‘পবিত্র’ ও ‘জনমতের প্রতিফলনকারী’ প্রতিষ্ঠান হিশেবে । কিন্তু আজকাল প্রতিফলন তত্ত্ব দিয়ে
মিডিয়াকে আর বোঝা যাবেনা। কারণ বাস্তবতাকে তুলে ধরার পাশাপাশি মিডিয়া নতুন বা ছদ্ম
বাস্তবতা তৈরি করে থাকে। আমাদের বাস্তব দুনিয়া আর আমাদের বাসনার মাঝখানের ফাঁকা অংশটুকুতে
মিডিয়া জায়গা করে নেয়।