পটলার্চের পুনঃস্থাপনফরাসী সমাজবিজ্ঞানী মার্সেল মসঁi পুনারিষ্কার করেন এই পরস্পর সাংঘর্ষিক চিহ্নগুলি একটা মৌলিক প্রথার ভিতর – “পটলার্চ” – যা উত্তরপশ্চিম আমেরিকার গোত্রগুলির মধ্যে এখনো চর্চিত হয়।১০ ii পটলার্চ ছিল জমানো সম্পত্তির অতিরিক্ত অংশ ত্যাগ করা। যে সবকিছু ত্যাগ করার জন্য তৈরি ছিল, এমনকি তার জীবন, সে জিতে যাইতো। আদিম অর্থনীতির এই আয়োজনের মূলনীতিটা ছিল “প্রতীকী বিনিময়” এবং বদ্রিয়াঁ ধরে নিছেন, এর ভূত এখনো গোপনভাবে সমসাময়িক সমাজরে তাড়া করতেছে। বিনিময় ছিল এইপ্রতীকী হিংস্রতার একটা যুক্তিপূর্ণ ভাষান্তর। “ফেরত দেয়া”টা পুঁজিবাদী ব্যবস্থার প্রতি একটা চ্যালেঞ্জ হইতে পারে।