সাহিত্য ও দর্শন লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
সাহিত্য ও দর্শন লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

দর্শন ও কবিতার মেলবন্ধন

আমিনুল ইসলাম



দর্শনের স্বরূপ সম্পর্কে যেমন, দার্শনিকদের সামাজিক ভূমিকা নিয়েও তেমনি বিতৃষ্ণা-বিতর্কের অন্ত নেই। বাস্তবমুখী শিক্ষার এই যে দাবি, তা ষোল আনা যথার্থ। কারণ অর্থনীতি-প্রযুক্তির প্রসার ছাড়া অগ্রসরমান জগতের সঙ্গে তাল মিলিয়ে চলা কিছুতেই সম্ভব নয়। তারপরও প্রশ্ন থেকে যায়, দর্শন কি সত্যিই জীবনবিমুখ?