চলচ্চিত্র/মুভি লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
চলচ্চিত্র/মুভি লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বাইসাইকেল থিফ

মাসকাওয়াথ আহসান

বাইসাইকেল থিফ, "Ladri di biciclette" ইতালির কথাসাহিত্যিক লুইগি বার্তোলিনির উপন্যাস অবলম্বনে চলচ্চিত্রকার ভিত্তোরিও ডি সিকার বিখ্যাত চলচ্চিত্র

দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর ইতালিতে মুসোলিনির রেখে যাওয়া সমাজে বাস করে; রিচ্চি নামের এক নীল কলারওয়ালা যুবক ; যে তার স্ত্রী মারিয়া; ছেলে কিশোর ব্রুনো আর একটি নবজাত সন্তানকে নিয়ে সংসার চালাতে হিমশিম খেয়ে একটি বাই সাইকেল বন্ধক রেখেছিলো।
প্রতিদিন সে গিয়ে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের সামনে চাকরির খোঁজে বসে থাকতো যদি তার ডাক পড়ে। একদিন ডাক পড়ে ঠিকই; চাকরির পূর্বশর্ত একটি সাইকেল থাকতে হবে; কারণ সে পেয়েছে বিজ্ঞাপনী পোস্টার লাগানোর কাজ।