রেজাউল করিম রনি
আধুনিক কথা সাহিত্যে হূমায়ুন আহমেদের গুরুত্ব এবং অবস্থান তৈরিতে অন্যকোন উদাহরণ খুব বেশি জরুরি নয়। তার অবদান এবং সম্ভাবনার জায়গাগুলোই তাকে মহিমান্বিত করেছে নিঃসন্দেহে। সাহিত্য সমালোচনার নানান ক্যাটাগরিক্যাল আলোচনায় হূমায়ূনকে নিয়ে বহু বিতর্ক হয়েছে গত এক বছরে।
কিন্তু হূমায়ূন আহমেদ তার গল্প, উপন্যাসের কাহিনী নির্মাণ ও তার ধরনের মধ্য দিয়ে যে সহজ বর্ণনাভঙ্গি অথচ গভীর প্রণোদনাময় ভাষা তৈরি করেছেন , সেখানে হূমায়ূনের তুল্যমূল্য বিচারে যথেষ্ট এবং বিস্তারিত নজর দেয়ার অপেক্ষা রয়েছে। শ্রেণীগত জায়গা থেকে সাহিত্যের অভিজাত আর তার বাইরের ভাষাভঙ্গিতে হূমায়ূনকে দেখবার ক্ষেত্রে যে তর্ক বিতর্ক হয়েছে তাতেও নতুন করে তাকে পাঠ করার অনেক অবকাশ আছে। হুমায়ূন আহমেদের স্মরণে তার পাঠ ও পর্যালোচনার তরিকা নিয়ে এ লেখাটি নিবেদন করা হল।