ফরহাদ মজহার লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
ফরহাদ মজহার লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

তারাশংকর ও গাবো

ফরহাদ মজহার | ২০১৬-০১-০৮
এক
আলীম আজিজ আমাকে যখন গাব্রিয়েল গার্সিয়া মার্কেস সম্পর্কে লিখতে অনুরোধ করলেন, আমি টেলিফোনেই বললাম, মার্কেস মস্তোবড় লেখক, সন্দেহ নেই। কিন্তু তার প্রতি আমার বিশেষ উত্সাহ নেই। তার পেছনে এখন সময় দেয়া কঠিন। কারণ সমান মাপের এবং কিছু কিছু ক্ষেত্রে তার চেয়েও বড় মাপের ঔপন্যাসিক ও গল্পকার বাংলা সাহিত্যে রয়েছেন। আমি তাদের ব্যাপারে আগ্রহী। বিদেশী লেখকের প্রতি আমার কোনো বিরূপ মনোভাব নেই। কিন্তু আমাদের সাহিত্যিকদের নিয়ে আমরা ভালো কিছু লিখিনি, লিখতে পারি না। কিন্তু বিদেশীরা কোনো কিছু নিয়ে হইচই করলে আমরাও মাতামাতি শুরু করে দিই। আমি তারাশংকর কিংবা অমিয়ভূষণ মজুমদার নিয়ে লিখতে চাই, মার্কেস নিয়ে নয়।