সাম্রাজ্য বৃদ্ধির বহু অনুশীলনের একটি উপনিবেশ গঠন করা। উপনিবেশবাদ তাই প্রতিষ্ঠিত ধারণা হিসেবে বিশ্বের ক্ষুদ্র জনগোষ্ঠীদের মধ্যে ছড়িয়ে দেওয়া হয়েছে। প্রবাহটি এত পরিকল্পিত এবং বুদ্ধিবৃত্তিসমপন্ন যে বড় থেকে ছোট পরিসরে তার আয়োজন এতটুকুও স্তিমিত হয় না। ভারতবর্ষে পশ্চিমা আধুনিকতার বিকাশ গত শতকের কিছু সময় এবং বর্তমান শতকের সময়ে অভূতপূর্ব রূপান্তরের দিকে যাচ্ছে। উপনিবেশের ধারণাগুলো সেই ইউরোপীয়, ব্রিটিশদের কাছ থেকে এসে ভারতবর্ষের মননে প্রবেশ করেছে। আমরা ভারতীয় উপনিবেশ সমপর্কে একটি মন্তব্য দেখে নিতে পারি—'ভারতীয় উপমহাদেশ, উপনিবেশ সত্ত্বেও ভারতই ছিল। কিন্তু হাজার হাজার বছরের সেই ভাষা-সাহিত্য, দর্শনশাস্ত্র, তত্ত্ববিদ্যা ইত্যাদির ওপর পাশ্চাত্যবিদ্যার আক্রমণ ঘটেছিল এমন সর্বাত্মক যে আমাদের দৈনন্দিন জীবনের ভিতসুদ্ধ নড়ে গিয়েছিল'।