সাহিত্যে ঐতিহাসিকতা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
সাহিত্যে ঐতিহাসিকতা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

সাহিত্য পাঠ ও ইতিহাস: একটি তাত্ত্বিক ব্যাখ্যা

মো. মমিন উদ্দীন
একটি বিশেষ সময়ের সাহিত্য পাঠ ও অনুধাবন করতে হলে ঐ সময়ের ইতিহাস সম্পর্কে ভালো করে জানা দরকার কারণ সাহিত্য গড়ে ওঠে সমাজ ও ইতিহাসকে নির্ভর করে। সময়ের সাথে সাথে যেমন সমাজে পরিবর্তন আসে সাহিত্যেও তেমনি পরিবর্তন প্রতিফলিত হয়। তাই সমাজ ও ইতিহাসের সাথে সাহিত্যের সম্পর্ক অতি নিবিড়। এককথায় বলা যায় একটি বিশেষ সময়ের মানুষের সাংস্কৃতিক, অর্থনৈতিক ও রাজনৈতিক অবস্থা সম্পর্কে ভালো করে না জেনে ঐ সময়ে লিখিত কোন সাহিত্য কর্ম অনুধাবন করা কঠিন। রবিন্দ্রনাথ ঠাকুরের একটি ছোট গল্প বা নাটক বা উপন্যাস পাঠ করলে রবিন্দ্রনাথ ঠাকুরের সময়কার সামাজিক অবস্থা সম্পর্কে জানা যায়। আবার নজরুল ইসলামের মৃত্যুক্ষুধা নাটক পড়লে ঐ সমাজের–যে সমাজকে ভিত্তি করে মৃত্যুক্ষুধা নাটকটি লিখিত হয়েছে–মানুষের জীবনযাত্রা সম্পর্কে ধারণা লাভ করা যায়। এভাবে প্রতিটি সাহিত্য কর্মই সাহিত্য কর্মটি লিখিত হওয়ার সময়ের সমাজের চিত্র তুলে ধরে। আর এ কারণে সাহিত্যকে সমাজের দর্পন হিসেরে উল্লেখ করা হয়।