রেনেসাঁস লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
রেনেসাঁস লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বাংলার নবজাগরণ : সমীক্ষা ও সমালোচনা

 সমাজের মতো সামাজিক ইতিহাসের সমীক্ষাও গতিশীল। পরিবর্তনশীল অর্থে গতিশীল। সমীক্ষার বিভিন্ন পর্বে ইতিহাসের গতিশক্তির উৎসসন্ধানী দৃষ্টি যত গভীরে প্রসারিত হতে থাকে, ক্রমে তত সমাজের আলো-অন্ধকারের কানাচ ও কক্ষগুলি গোচরে আসে, তত তার কাজ চালানো রাং-ঝালাইয়ের জোড়াতালিগুলি ধরা পড়ে, পলেস্তারার ফাঁক দিয়ে রং-চটা ফাটলগুলি উঁকি মারে এবং আমাদের অনেক মনগড়া ও বইপড়া ভাবপ্রতিমার সমেমাহনী রূপ তার ভিতরের ও পেছনের বাঁশ-খড়ের কঙ্কালটির রূঢ় প্রকাশে ধূলিসাৎ হয়ে যায়।

রেনেসাঁসের স্পিরিট

আবুল কাসেম ফজলুল হক | ২০১৪-০৬-২৯ ইং


রামমোহনের (১৭৭২-১৮৩৩) কাল থেকে বাংলা ভাষায় লেখকদের মধ্যে ধারণা যে, ইউরোপ উন্নত, বাংলা অনুন্নত। বাংলাকে উন্নতি করতে হলে ইউরোপকে আত্মস্থ করতে হবে। দেশটাতে তখন ছিল ইংরেজ শাসন। ইংরেজি ভাষার মাধ্যমে ইউরোপীয় জ্ঞান-বিজ্ঞান ও সাহিত্য আয়ত্ত করে, সেখান থেকে প্রেরণা নিয়ে বাংলা ভাষায় জ্ঞান-বিজ্ঞান ও সাহিত্য সৃষ্টি ছিল বাংলার লেখকদের আন্তরিক প্রচেষ্ট। তখন ইউরোপের প্রগতিশীল চিন্তাধারার প্রতিই বাঙালি লেখকরা আকৃষ্ট হতেন। বাংলা সমাজে রক্ষণশীল ধারাও ছিল। প্রগতিশীল  ও রক্ষণশীলদের বিরোধ ছিল।