মিজানুর রহমান রানা
বাউল সাধক লালন ফকির (১৭৭৪-১৮৯০) ছিলেন ভাবজগতের গানের রাজা, বাউলের শিরোমণি। বাউল সাধক ও বাউল সঙ্গীত রচয়িতাদের মধ্যে নিঃসন্দেহে বলা যায় তার স্থান সবার শীর্ষে। তিনি ছিলেন হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ের কাছে সমানভাবে আদৃত।
গবেষকদের ধারণা, লালন ফকির জন্মসূত্রে হিন্দু কায়স্থ পরিবারের সন্তান এবং তাঁর জন্ম ১৭৭৪ সালে বর্তমান কুষ্টিয়া (তৎকালীন নদীয়া) জেলার অধীন কুমারখালী থানার চাপড়া ইউনিয়নের ভাঁড়ারা গ্রামে। লালন ছিলেন একাধারে ভাববাদী, যুক্তিবাদী ও স্রষ্টার প্রতি আনুগত্যমনা একজন পরিপূর্ণ মানুষ। তিনি ছিলেন ফকিরি মতবাদে বিশ্বাসী। তার পদাবলির ভণিতায় এ সম্পর্কে স্পষ্টভাবে উল্লেখ আছে। তাঁর গানে দেহবিচার, মিথুনাত্মক যোগসাধনা, গুরুবাদ, মানুষতত্ত্ব- বাউলসাধনার প্রসঙ্গ চমৎকারভাবে প্রতিফলিত হয়েছে। আমরা তাঁর গানগুলো শুনলেই বুঝতে পারি তা’ অনায়াসে।