আজফার হোসেন
জীবনানন্দ দাশ তাঁর ‘অবসরের গান’ নামের কবিতায় একটি পঙক্তি ব্যবহার করেন এভাবে—‘মদের ফোঁটার শেষ হয়ে গেছে এ-মাঠের মাটির ভেতর’। আপাতদৃষ্টিতে এখানে মদের হাফিজীয় চিত্রকল্পে বিন্দুর অন্তিমতা নির্দেশিত হলেও বিন্দুর অন্তহীনতার অনুষঙ্গও জাগ্রত হয়, যখন ‘মাঠের মাটির’ চিত্রকল্পটা হাজির হয়। বিন্দু নিজেই একইসঙ্গে কবিতায় ও গণিতে অন্তহীনতার সঙ্গে অন্তিমতার টেনশান তৈরি করতে পারে।