ছন্দ ও অলঙ্কার লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
ছন্দ ও অলঙ্কার লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

মাইকেল মধুসূদন : মিত্রাক্ষর- অমিত্রাক্ষরের দ্বন্দ্ব

মলয়চন্দন মুখোপাধ‍্যায়

মাইকেল মধসূদন আর অমিত্রাক্ষর একসূত্রে গাঁথা হয়ে আছে।মাইকেলের কবিপ্রতিভার এমন - ই লাঞ্ছনচিহ্ন ওটা যে নীরদ সি চৌধুরী তাঁর ' Autobiography  of an Unknown Indian ' - এ উল্লেখ করেছেন , শৈশব - কৈশোরে নিজভূমি কিশোরগঞ্জে দেখেছেন , ' মেঘনাদবধ ' নির্ভুল যতিচিহ্নসহ পড়তে পারলে তাকেই যথার্থ শিক্ষিত  বলে গণ‍্য করা হতো। ' স্বামী শিষ‍্যসংবাদ '- এর সাক্ষ‍্য মোতাবেক স্বামী বিবেকানন্দ তাঁর শিষ‍্য শরচ্চন্দ্রকে ভর্ত্সনা করে কাব‍্যটির সঠিক আবৃত্তি শিখিয়ে দিয়েছিলেন। রবীন্দ্রনাথের  বাড়ির কাগজ ' তত্ত্ববোধিনী '- তে কাব‍্যটি প্রকাশিত হওয়ার সময়  রবীন্দ্রনাথ  জন্মান নি। মেঘনাদ - এর পুস্ককাকারে প্রকাশ রবীন্দ্রনাথের  জন্মবছরে , আর মাত্র পনেরো বছরের রবীন্দ্রনাথ  কাব‍্যটির তীব্র বিরূপ ও বৈরী সমালোচনা লিখেছিলেন ঐ তত্ববোধিনীতেই। দীর্ঘকাল পরে অবশ‍্য তিনি তাঁর মত পরিহার করে কাব‍্যটির ভূয়সী প্রশংসা করেন।