তুলনামূলক সাহিত্য লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
তুলনামূলক সাহিত্য লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বঙ্কিমদৃষ্টিতে তিন চরিত্রের তুলনামূলক বিশ্লেষণ

ফারজানা আলম
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ১৮৩৮ সালের ২৬ জুন পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার কাঁঠালপাড়া গ্রামের নৌহাটিতে জন্মগ্রহণ করেন এবং ১৮৯৪ সালের ৮ এপ্রিল কলকাতায় মৃত্যুবরণ করেন। তার জন্ম গোঁড়া ব্রাহ্মণ পরিবারে। পিতা যাদবচন্দ্র চট্টোপাধ্যায় এবং মাতা দুর্গাসুন্দরী দেবী। পাঁচ ভাই-বোনের মধ্যে বঙ্কিমচন্দ্র ছিলেন তৃতীয়। পাঁচ বছর বয়সে বঙ্কিমচন্দ্রের হাতেখড়ি হয় পুরোহিত বিশ্বম্ভর ভট্টাচার্যের কাছে। তিনি ১৮৪৯ সালে হুগলী কলেজে ভর্তি হয়ে ছয় বছর পড়াশোনা করে কৃতিত্বের সঙ্গে পাস করেন। পরবর্তীকালে তিনি প্রেসিডেন্সি কলেজ থেকে ১৮৫৭ সালে এন্ট্রাস বা øাতক পরীক্ষা দিয়ে প্রথম বিভাগে উত্তীর্ণ হন এবং ১৮৬৯ সালে একই কলেজ থেকে আইন বিষয়ে ডিগ্রি লাভ করেন।

তুলনামূলক সাহিত্য

 Comparative literature একটি একাডেমিক বিষয় যেখানে দুই বা ততোধিক ভাষাগত, সাংস্কৃতিক বা জাতিগত পটভূমি থেকে আগত সাহিত্য বিষয়ে আলোচনা বাগবেষণা করা হয়। সাধারণত ভিন্নতর ভাষার সাহিত্য নিয়ে এতে আলোচনা করা হয়; তবে একই ভাষাভাষী ভিন্নতর জাতিগোষ্ঠীর সাহিত্য নিয়েও আলোচনা হতে পারে।

বিষয়বস্তু

সাধারণভাবে তুলনামূলক সাহিত্যের শিক্ষার্থী এবং একাডেমিকগণ একাধিক ভাষায় দক্ষতা অর্জন করেন; একই সাথে সেসকল ভাষার সাহিত্যগত ঐতিহ্য, সাহিত্য সমালোচনার ধারা এবং প্রধান সাহিত্যগুলো সম্পর্কে চর্চা রাখেন। এই একাডেমিক বিভাগটির আন্তর্বিভাগীয় বৈশিষ্ট্যের কারণে এ বিভাগের একাডেমিকেরা অনুবাদবিদ্যা, সমাজবিজ্ঞান, সমালোচনা তত্ত্ব, সংস্কৃতি বিদ্যা, ধর্ম বিদ্যা,ইতিহাস ইত্যাদি বিষয়ে কিছুটা চর্চা রেখে থাকেন। একারণে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তুলনামূলক সাহিত্য বিভাগের পাঠ্যক্রম নির্ধারণের ক্ষেত্রে এরকম বিবিধ বিভাগের একাডেমিকেরা অবদান রাখেন।

আরো দেখুন :
http://shilpo-shahitto.blogspot.com/2014/12/blog-post_59.html