অনুবাদ : সুব্রত অগাস্টিন গোমেজ
কেননা একদা আমি স্বচ’ক্ষে কুমাএ-এর সিবিলেরে একখানি খাঁচায় ঝুলিতে দেখিলাম, আর যবে বালকেরা তাহারে শুধায়: অহে সিবিল, কী তুমি চাহ? সে উত্তর করে: আমি মরিবারে চাই।
ওস্তাদ কারিগর
এজরা পাউন্ড্-এর জন্য
এজরা পাউন্ড্-এর জন্য
১. মৃতের সৎকার
ক্রূরতম মাস এই এপ্রিল, গজিয়ে
লাইলাক বন্ধ্যা এ-জমিনেতে, মিশিয়ে
ঈপ্সার সাথে স্মৃতি, চেতিয়ে
বাসন্তী বর্ষণে শুষ্ক শিকড়।
লাইলাক বন্ধ্যা এ-জমিনেতে, মিশিয়ে
ঈপ্সার সাথে স্মৃতি, চেতিয়ে
বাসন্তী বর্ষণে শুষ্ক শিকড়।
আমাদের ওমে-ওমে রেখেছিল শীত, ঢেকে দিয়ে
ধরণি বিস্মরণী তুষারের লেপে, ভুঞ্জিয়ে
শুকানো কন্দে যৎসামান্য প্রাণ।
গ্রীষ্ম তো বিস্মিত করেছিল আমাদের, এসে স্টার্ন্বার্গার্জেতে
একটা পশলা নিয়ে; থম্কে থেমেছিলাম স্তম্ভ-শ্রেণিতে,
হফ্গার্টেনে হেঁটে গেছি রোদ্দুরে,
কফি-পান, আলাপন ঘণ্টাখানেক আলাপন।
আমি রুশ নই, লিথুয়ানিয়া-ফেরতা আমি খাঁটি জর্মন।
আমরা যখন শিশু, ছিলাম রাজকুমার—মামাত দাদার বাড়ি,
আমাকে সে বেড়াতে নিয়েছে স্লেডে দূরে,
এবং আমার কী-যে ভয় করছিল। দাদা বলেছিল, মারি,
মারি, ঠিক মতো ধরো। আর নীচে নেমে গেছি আমরা দু’জন।
পর্বতে সকলেই যদৃচ্ছাচারী।
পড়ি রাত জেগে জেগে, দক্ষিণে চ’লে যাই শীতে।
কী এই শিকড়গুলি, যা মাটি খাম্ছে ধরে, এ-শাখারা, যারা
বাহু প্রসারিত করে এ-পাথুরে জঞ্জালে? মানবতনয়,
তুমি না-পারবে কিছু বলতে, করতে কোনো অনুমান, যেহেতু তুমি তো
চেনো শুধু কতগুলা ছিন্ন ছবির ডাঁই, সূর্য যেথায়
চাবুক চালায়, আর মরা গাছ ছায়াতল দেয় না, ঝিঁঝিরা
দেয় না বিরাম, আর দেয় না পাথর মিঠে পানির আওয়াজ, শুধু
ছায়া আছে এই লাল পাহাড়ের তলে,
(এসো লাল পাহাড়ের ছায়ার তলায়),
তোমার যে-ছায়া ভোরে দীর্ঘ পদক্ষেপে পিছু ধায়
অথবা যে-ছায়া জাগে তোমার অন্বেষণে সন্ধ্যায়,
তোমাকে দেখাব আমি ভিন্ন যা দু’টির থেকেই:
তোমাকে দেখাব ভীতি একমুঠি ধুলার ভিতরে।
তাজা হাওয়া বয়
খুঁজিয়া দেশের ভুঁই,
ও মোর বিদেশি জাদু,
কোথায় রহিলি তুই?
“আমাকে প্রথমবার দিয়েছিলে কুবলয় এক সাল আগে;
আমাকে ডাকত ওরা কুবলয়বালা।”
তবু, বিলম্বে, দোঁহে ফিরেছি যখন সেই বাগানের থেকে
ভর্তি তোমার হাত, ভেজা চুল, কথা কইতেই
পারি নি, আমার চোখ হ’ল নিষ্প্রভ, আমি না-জীবিত
না-মৃত, এবং আমি জেনেছি ‘কিছু-না’,
আলোকের আত্মায় তাকিয়ে দেখেছি, নীরবতা।
ভ্রষ্ট নষ্ট এক নিধুয়া পাথার
বাহু প্রসারিত করে এ-পাথুরে জঞ্জালে? মানবতনয়,
তুমি না-পারবে কিছু বলতে, করতে কোনো অনুমান, যেহেতু তুমি তো
চেনো শুধু কতগুলা ছিন্ন ছবির ডাঁই, সূর্য যেথায়
চাবুক চালায়, আর মরা গাছ ছায়াতল দেয় না, ঝিঁঝিরা
দেয় না বিরাম, আর দেয় না পাথর মিঠে পানির আওয়াজ, শুধু
ছায়া আছে এই লাল পাহাড়ের তলে,
(এসো লাল পাহাড়ের ছায়ার তলায়),
তোমার যে-ছায়া ভোরে দীর্ঘ পদক্ষেপে পিছু ধায়
অথবা যে-ছায়া জাগে তোমার অন্বেষণে সন্ধ্যায়,
তোমাকে দেখাব আমি ভিন্ন যা দু’টির থেকেই:
তোমাকে দেখাব ভীতি একমুঠি ধুলার ভিতরে।
তাজা হাওয়া বয়
খুঁজিয়া দেশের ভুঁই,
ও মোর বিদেশি জাদু,
কোথায় রহিলি তুই?
“আমাকে প্রথমবার দিয়েছিলে কুবলয় এক সাল আগে;
আমাকে ডাকত ওরা কুবলয়বালা।”
তবু, বিলম্বে, দোঁহে ফিরেছি যখন সেই বাগানের থেকে
ভর্তি তোমার হাত, ভেজা চুল, কথা কইতেই
পারি নি, আমার চোখ হ’ল নিষ্প্রভ, আমি না-জীবিত
না-মৃত, এবং আমি জেনেছি ‘কিছু-না’,
আলোকের আত্মায় তাকিয়ে দেখেছি, নীরবতা।
ভ্রষ্ট নষ্ট এক নিধুয়া পাথার
মাদাম সোসোস্ত্রিস, যশোমতী গনৎকারিণী,
সর্দিতে কাবু হয়েছিলেন, তথাপি এও ঠিক,
মনীষায় ইয়োরোপে অগ্রগণ্যা বটে তিনি,
সাথে এক অপয়া তাসের তোড়া, তিনি ফর্মান,
এই যে তোমার তাস, ফিনিসিয় মগ্ন নাবিক,
(মোতি হ’য়ে গেছে যারা চোখ ছিল তার, দ্যাখো!)
আর এই বেলাডোনা, পর্বতরূপসী,
অঘটনঘটনপটীয়সী।
এই যে ত্রিশূলপাণি লোকটি, এই সে-চক্র, এ
একচোখো বণিক্টি, আর এই তাসখানি বিলকুল ফাঁকা,
বোধ হয়, যা-কিছু সে পিঠে চলে ব’য়ে,
যা আমার দেখতে বারণ। আমি দেখতে না পাই
ফাঁসি-দেওয়া লোকটিকে। সলিলসমাধি-যোগ আছে, হুশিয়ার!
দেখছি লোকের ঢল অগণিত, দ’য়ে এক হাঁটছে সবাই।
অনেক ধন্যবাদ। শ্রীমতী একুইটোন যদি দেন দেখা,
বোলো তাঁকে, ঠিকুজিটা নি’আসব নিজে:
এদানি সবারই খুবই হুশিয়ার থাকা দরকার।
সর্দিতে কাবু হয়েছিলেন, তথাপি এও ঠিক,
মনীষায় ইয়োরোপে অগ্রগণ্যা বটে তিনি,
সাথে এক অপয়া তাসের তোড়া, তিনি ফর্মান,
এই যে তোমার তাস, ফিনিসিয় মগ্ন নাবিক,
(মোতি হ’য়ে গেছে যারা চোখ ছিল তার, দ্যাখো!)
আর এই বেলাডোনা, পর্বতরূপসী,
অঘটনঘটনপটীয়সী।
এই যে ত্রিশূলপাণি লোকটি, এই সে-চক্র, এ
একচোখো বণিক্টি, আর এই তাসখানি বিলকুল ফাঁকা,
বোধ হয়, যা-কিছু সে পিঠে চলে ব’য়ে,
যা আমার দেখতে বারণ। আমি দেখতে না পাই
ফাঁসি-দেওয়া লোকটিকে। সলিলসমাধি-যোগ আছে, হুশিয়ার!
দেখছি লোকের ঢল অগণিত, দ’য়ে এক হাঁটছে সবাই।
অনেক ধন্যবাদ। শ্রীমতী একুইটোন যদি দেন দেখা,
বোলো তাঁকে, ঠিকুজিটা নি’আসব নিজে:
এদানি সবারই খুবই হুশিয়ার থাকা দরকার।
অলীক শহর
খয়েরি কুয়াশা-মোড়া শীতের সকালে,
হাজারো লোকের ঢল ব’য়ে চলে লন্ডন ব্রিজে, অগণিত,
কখনও ভাবি নি আগে মৃত্যু করেছে নাশ এত অগণিত।
দীর্ঘশ্বাস পড়ে, ছোট-ছোট, ও অনিয়মিত,
পায়ের সামনে রাখে দৃষ্টি সকলে।
চড়াইয়ে চড়ল স্রোত, নেমে গেল পুনরায় কিং উইলিয়াম সরণিতে
যেখানে সাধ্বী মেরি উলনথ গুনছে প্রহর
নয়টার শেষ মৃত ঘণ্টা-ধ্বনিতে।
খয়েরি কুয়াশা-মোড়া শীতের সকালে,
হাজারো লোকের ঢল ব’য়ে চলে লন্ডন ব্রিজে, অগণিত,
কখনও ভাবি নি আগে মৃত্যু করেছে নাশ এত অগণিত।
দীর্ঘশ্বাস পড়ে, ছোট-ছোট, ও অনিয়মিত,
পায়ের সামনে রাখে দৃষ্টি সকলে।
চড়াইয়ে চড়ল স্রোত, নেমে গেল পুনরায় কিং উইলিয়াম সরণিতে
যেখানে সাধ্বী মেরি উলনথ গুনছে প্রহর
নয়টার শেষ মৃত ঘণ্টা-ধ্বনিতে।
চেঁচাই একটা পরিচিত মুখ দেখে, ‘ওহে স্টেট্সন!
‘মাইলিতে তুমি ছিলে না কি, ভাই, আমার জাহাজ-সাথি?
‘গেল-বার তুমি তোমার বাগানে পুঁতেছ যে-মুর্দাটি
‘মুকুলিত ওটি হচ্ছে তো? হবে পুষ্পিত কি এ-সন?
‘না তার কেয়ারিটিকে তছনছ করেছে সহসা শীত?
‘আঃ! খেদাও এখান থেকে ও-কুকুর, মানুষের ও সুহৃৎ,
‘তা নইলে নখে খুঁড়ে ও যে তাকে উপড়ে ফেলবে পুনর্বার!
‘কপট পাঠক, দোসর, যমজ ভাই আমার!’
‘মাইলিতে তুমি ছিলে না কি, ভাই, আমার জাহাজ-সাথি?
‘গেল-বার তুমি তোমার বাগানে পুঁতেছ যে-মুর্দাটি
‘মুকুলিত ওটি হচ্ছে তো? হবে পুষ্পিত কি এ-সন?
‘না তার কেয়ারিটিকে তছনছ করেছে সহসা শীত?
‘আঃ! খেদাও এখান থেকে ও-কুকুর, মানুষের ও সুহৃৎ,
‘তা নইলে নখে খুঁড়ে ও যে তাকে উপড়ে ফেলবে পুনর্বার!
‘কপট পাঠক, দোসর, যমজ ভাই আমার!’
২. এক দান দাবা
রমণী যে-কেদারায় সমাসীনা, চকচকে তখতের মতো
ঝলকিত মর্মর-মেঝেতে, যেথা কনকমুকুর বিলম্বিত
খুঁটিতে, উৎকীর্ণ যাতে ফলবন্ত—দ্রাক্ষাকুঞ্জ, মধ্যে থেকে তার
কুতূহলে উঁকি মেরে রয়েছে সোনার বালমদন জনেক
(অন্য একজন চোখ লুকিয়ে রেখেছে তার পাখার পালকে);
মুকুরে দ্বিগুণ-করে সপ্তশাখ ঝাড়বাতিসমূহের শিখা
টেবিলে বিম্বিত হয়, যেথা তার অতীব মহার্ঘ গহনার
রতনসম্ভবা বিভা অগ্নিপ্রতিভার সাথে মিশে একাকার
সাটিন-পেটিকা থেকে ঝ’রে পড়ে যে-প্রতুল ঐশ্বর্যসম্ভার;
ছিপিমুক্ত, হাতির দাঁতের আর বর্ণালিম কাচের শিশিতে
তার ঐ অত্যাশ্চর্য কৃত্রিম সুগন্ধিগুলি আছে ওৎ পেতে:
মলম, তরল কিংবা চূর্ণ—ত্যক্ত করে, দ্বিধান্বিত করে, আর
চেতনা নিমগ্ন হয় পরিমলে, যা ক্রমে উত্থিত ঊর্ধ্বলোকে
বাতায়ন-সঞ্চারিত বিমল হাওয়ায়
প্রলম্বিত মোমশিখা ক’রে পীনতর,
তাদের ধোঁয়াকে ছুড়ে লাকুয়ারিয়ায়,
সিলিঙের কারিকুরি আন্দোলিত ক’রে।
তাম্রলিপ্ত সুবিশাল সামুদ্রিক কাঠ
সবুজ, কমলা রঙে উজ্জ্বলন্ত—ফ্রেমে বাঁধা রঙিন পাথরে,
করুণ আভায় তার সন্তরণরত এক খচিত শুশুক।
প্রাচীন ধাঁচের এক ম্যান্টেলের ’পরে
গবাক্ষ গিয়েছে খুলে যেন সেই আরণ্যক দৃশ্যের ভিতরে
ফিলোমেল বিবর্তিত হয়েছে যেখানে, সেই বর্বর রাজার
রুক্ষতায়; তবু ঐ বুলবুলি ভরেছে ওখানে
অবারিত কাকলিতে তামাম বিরান,
এখনও সে কাঁদে, আর এখনও দুনিয়া তার পিছু ধায়, আর তার গান
“চুক চুক” অপবিত্র কানে।
পরন্তু হতশ্রী বহু উৎক্রান্ত কালের অভিজ্ঞান
উৎকলিত দেয়ালের গায়ে; নিষ্পলক প্রতিমা প্রচুর
নমিত, নময়মান, রুদ্ধকক্ষে হেনে তূষ্ণীম্ভাব।
ইতস্ততঃ পদধ্বনি রণিত সোপানে।
অগ্নিপ্রতিভার নীচে, চিরুনির নীচে, সেই নারীর চিকুর
আলুথালু উজ্জ্বলন্ত যেন-বা শিখায়
সবাক্ দ্যুতিতে, হবে পুনশ্চ নিশ্চুপ রুক্ষতায়।
ঝলকিত মর্মর-মেঝেতে, যেথা কনকমুকুর বিলম্বিত
খুঁটিতে, উৎকীর্ণ যাতে ফলবন্ত—দ্রাক্ষাকুঞ্জ, মধ্যে থেকে তার
কুতূহলে উঁকি মেরে রয়েছে সোনার বালমদন জনেক
(অন্য একজন চোখ লুকিয়ে রেখেছে তার পাখার পালকে);
মুকুরে দ্বিগুণ-করে সপ্তশাখ ঝাড়বাতিসমূহের শিখা
টেবিলে বিম্বিত হয়, যেথা তার অতীব মহার্ঘ গহনার
রতনসম্ভবা বিভা অগ্নিপ্রতিভার সাথে মিশে একাকার
সাটিন-পেটিকা থেকে ঝ’রে পড়ে যে-প্রতুল ঐশ্বর্যসম্ভার;
ছিপিমুক্ত, হাতির দাঁতের আর বর্ণালিম কাচের শিশিতে
তার ঐ অত্যাশ্চর্য কৃত্রিম সুগন্ধিগুলি আছে ওৎ পেতে:
মলম, তরল কিংবা চূর্ণ—ত্যক্ত করে, দ্বিধান্বিত করে, আর
চেতনা নিমগ্ন হয় পরিমলে, যা ক্রমে উত্থিত ঊর্ধ্বলোকে
বাতায়ন-সঞ্চারিত বিমল হাওয়ায়
প্রলম্বিত মোমশিখা ক’রে পীনতর,
তাদের ধোঁয়াকে ছুড়ে লাকুয়ারিয়ায়,
সিলিঙের কারিকুরি আন্দোলিত ক’রে।
তাম্রলিপ্ত সুবিশাল সামুদ্রিক কাঠ
সবুজ, কমলা রঙে উজ্জ্বলন্ত—ফ্রেমে বাঁধা রঙিন পাথরে,
করুণ আভায় তার সন্তরণরত এক খচিত শুশুক।
প্রাচীন ধাঁচের এক ম্যান্টেলের ’পরে
গবাক্ষ গিয়েছে খুলে যেন সেই আরণ্যক দৃশ্যের ভিতরে
ফিলোমেল বিবর্তিত হয়েছে যেখানে, সেই বর্বর রাজার
রুক্ষতায়; তবু ঐ বুলবুলি ভরেছে ওখানে
অবারিত কাকলিতে তামাম বিরান,
এখনও সে কাঁদে, আর এখনও দুনিয়া তার পিছু ধায়, আর তার গান
“চুক চুক” অপবিত্র কানে।
পরন্তু হতশ্রী বহু উৎক্রান্ত কালের অভিজ্ঞান
উৎকলিত দেয়ালের গায়ে; নিষ্পলক প্রতিমা প্রচুর
নমিত, নময়মান, রুদ্ধকক্ষে হেনে তূষ্ণীম্ভাব।
ইতস্ততঃ পদধ্বনি রণিত সোপানে।
অগ্নিপ্রতিভার নীচে, চিরুনির নীচে, সেই নারীর চিকুর
আলুথালু উজ্জ্বলন্ত যেন-বা শিখায়
সবাক্ দ্যুতিতে, হবে পুনশ্চ নিশ্চুপ রুক্ষতায়।
‘আজ রাতে স্নায়ুরা দুর্বল, বেশ দুর্বল, আজকে সাথে থাকো।
কিছু বলো। কেন কিছু বলছ না? বলো।
কী ভাবছ? কোন্ ভাবনা? কী?
কিছুই বুঝি না কী-যে ভাবো। ভাবো।’
কিছু বলো। কেন কিছু বলছ না? বলো।
কী ভাবছ? কোন্ ভাবনা? কী?
কিছুই বুঝি না কী-যে ভাবো। ভাবো।’
মনে হচ্ছে ইঁদুর-গলিতে আমরা থাকি
খোয়া গেছে হাড়গুলি যেথা মৃতেদের।
‘ও কীসের গোলমাল?
দরজার নীচে বাতাসের।
‘এখন কীসের শব্দ? কী করছে বাতাস?’
কিছু-না, বিলকুল কিছুই-না।
‘কিছু-না
জানো কি তুমি? দ্যাখো কি কিছু-না? মনেও পড়ে কি
কিছু-না-ই?’
খোয়া গেছে হাড়গুলি যেথা মৃতেদের।
‘ও কীসের গোলমাল?
দরজার নীচে বাতাসের।
‘এখন কীসের শব্দ? কী করছে বাতাস?’
কিছু-না, বিলকুল কিছুই-না।
‘কিছু-না
জানো কি তুমি? দ্যাখো কি কিছু-না? মনেও পড়ে কি
কিছু-না-ই?’
মনে পড়ে
মোতি হ’য়ে গেছে যারা চোখ ছিল তার।
মোতি হ’য়ে গেছে যারা চোখ ছিল তার।
‘তুমি বেঁচে আছো তো, না নাই? খুলিতে কি বিলকুল কিছু-না?’
কিন্তু
উ উ উ উ শেক্স্পিহিরিয় ঐ খেমটা-খেউড়
কী অপূর্ব ও যে
কুশলী কত যে
‘এখন কী করব আমি? কী করব আমি?
এ-হালেই বেরিয়ে পড়ব, হেঁটে বেড়াব রাস্তায়
না-হয় খোলা-চুলেই। কিন্তু কালকে কী করব আমরা?
আদৌ কী করব আমরা?’
দশটায় গরম পানি,
বৃষ্টি হ’লে ঢাকা-গাড়ি চারটার দিকে।
আর, আমরা খেলে নেব এক দান দাবা
অপলক চোখ রেখে দরজায়, কড়া-নাড়া শোনার আশায়।
কিন্তু
উ উ উ উ শেক্স্পিহিরিয় ঐ খেমটা-খেউড়
কী অপূর্ব ও যে
কুশলী কত যে
‘এখন কী করব আমি? কী করব আমি?
এ-হালেই বেরিয়ে পড়ব, হেঁটে বেড়াব রাস্তায়
না-হয় খোলা-চুলেই। কিন্তু কালকে কী করব আমরা?
আদৌ কী করব আমরা?’
দশটায় গরম পানি,
বৃষ্টি হ’লে ঢাকা-গাড়ি চারটার দিকে।
আর, আমরা খেলে নেব এক দান দাবা
অপলক চোখ রেখে দরজায়, কড়া-নাড়া শোনার আশায়।
লিলের বরের চাকরি চুকে গেলে ওকে বলেছিলাম তখন,
রেখে-ঢেকে থোড়াই—নিজেই ওকে বললাম, শোন্—
জ ল দি স ম য় না ই
অ্যাল্বার্ট্ অ্যাদ্দিন বাদে ফিরে আসছে, এখন একটু হ চৌকস।
দাঁতের জন্যে যে-টাকা দিয়েছিল, এসেই তো তার
হিসাব চাইবে। সে তো দিয়েছিল ঠিকই। আমার সামনেই।
ওগুলি নিকাল, লিল, নোতুন একটা সেট কিনে নে এবার।
ও বলেছে, মাইরি বলছি, আর তোমার মুখের দিকে তাকাতে পারি না।
আমিও পারি না, আমি বললাম, বেচারা অবিনাশের কথাটাও ভেবে
দ্যাখ্ দিকি: সমরবিভাগে আছে চার সাল, ফিরে কিছু রসকষ
চাইতেই পারে, বলি, তুই না-ই দিস যদি, অন্য কেউ দেবে।
বটে? ও বলল। আমি বললাম- নয়তো কী আর।
তবে জানব ধন্যবাদ দিতে হবে কাকে, ও বলল, আমার দিকে তাকা…
জ ল দি স ম য় না ই
পছন্দ না-হ’লে তুই এম্নি চালিয়ে যা গে, বললাম তাকে,
তুই না-পারলে অন্যে ক’রে দিতে পারবে বাছাই।
বলার কমতির জন্য হবে না তা, অ্যাল্বার্ট্ বিগ্ড়ে যদি যায়ই।
শরম-কি বাত, বলি, যেরকম গেছিস বুড়িয়ে
(অথচ ও মোটে একত্রিশ)।
কিছুই করার নেই, মুখ কালো ক’রে ও বাতায়,
ঐ গর্ভপেতে বড়িগুলোকেই এ-বাবদে দায়ী করা যায়
(এযাবৎ পাঁচখানা- মরতেই বসেছিল জর্জ্ হ’তে গিয়ে)।
কোনো ভয় নাই, বলেছিলেন কেমিস্ট্, ঐ পর্যন্ত।
তুই একটা নিখাদ গর্দভ—আমি কই,
অবশ্য অ্যাল্বার্ট্ তোকে না-ছাড়ে তো কীইবা এমন…
ছেলেপুলে না-চাইলে বিয়ে করা কেন?
জ ল দি স ম য় না ই
অ্যাল্বার্ট্ ঘরেই ছিল রোববার, করেছিল গরম গ্যামন,
ডিনারে আমাকে ওরা ডেকেছিল চেখে দেখতে, হয়েছে কেমন—
জ ল দি স ম য় না ই
জ ল দি স ম য় না ই
বিল শুভরাত, শুভরাত লু, মে শুভরাত। শুভরাত।
টা টা। শুভরাত। শুভরাত।
শুভরাত মাসকল। শুভরাত সুন্দরী মেয়েরা। শুভরাত। শুভরাত।
রেখে-ঢেকে থোড়াই—নিজেই ওকে বললাম, শোন্—
জ ল দি স ম য় না ই
অ্যাল্বার্ট্ অ্যাদ্দিন বাদে ফিরে আসছে, এখন একটু হ চৌকস।
দাঁতের জন্যে যে-টাকা দিয়েছিল, এসেই তো তার
হিসাব চাইবে। সে তো দিয়েছিল ঠিকই। আমার সামনেই।
ওগুলি নিকাল, লিল, নোতুন একটা সেট কিনে নে এবার।
ও বলেছে, মাইরি বলছি, আর তোমার মুখের দিকে তাকাতে পারি না।
আমিও পারি না, আমি বললাম, বেচারা অবিনাশের কথাটাও ভেবে
দ্যাখ্ দিকি: সমরবিভাগে আছে চার সাল, ফিরে কিছু রসকষ
চাইতেই পারে, বলি, তুই না-ই দিস যদি, অন্য কেউ দেবে।
বটে? ও বলল। আমি বললাম- নয়তো কী আর।
তবে জানব ধন্যবাদ দিতে হবে কাকে, ও বলল, আমার দিকে তাকা…
জ ল দি স ম য় না ই
পছন্দ না-হ’লে তুই এম্নি চালিয়ে যা গে, বললাম তাকে,
তুই না-পারলে অন্যে ক’রে দিতে পারবে বাছাই।
বলার কমতির জন্য হবে না তা, অ্যাল্বার্ট্ বিগ্ড়ে যদি যায়ই।
শরম-কি বাত, বলি, যেরকম গেছিস বুড়িয়ে
(অথচ ও মোটে একত্রিশ)।
কিছুই করার নেই, মুখ কালো ক’রে ও বাতায়,
ঐ গর্ভপেতে বড়িগুলোকেই এ-বাবদে দায়ী করা যায়
(এযাবৎ পাঁচখানা- মরতেই বসেছিল জর্জ্ হ’তে গিয়ে)।
কোনো ভয় নাই, বলেছিলেন কেমিস্ট্, ঐ পর্যন্ত।
তুই একটা নিখাদ গর্দভ—আমি কই,
অবশ্য অ্যাল্বার্ট্ তোকে না-ছাড়ে তো কীইবা এমন…
ছেলেপুলে না-চাইলে বিয়ে করা কেন?
জ ল দি স ম য় না ই
অ্যাল্বার্ট্ ঘরেই ছিল রোববার, করেছিল গরম গ্যামন,
ডিনারে আমাকে ওরা ডেকেছিল চেখে দেখতে, হয়েছে কেমন—
জ ল দি স ম য় না ই
জ ল দি স ম য় না ই
বিল শুভরাত, শুভরাত লু, মে শুভরাত। শুভরাত।
টা টা। শুভরাত। শুভরাত।
শুভরাত মাসকল। শুভরাত সুন্দরী মেয়েরা। শুভরাত। শুভরাত।
৩. অগ্নিস্তোত্র
নদীর শিবির ভেঙে গেছে: পাতাগুলি শেষ ক’টি আঙুলে
খাম্ছে ধ’রে তলায় নদীর ভেজা পাড়ে। বইছে সমীরণ
খয়েরি জমির ’পর, অশ্রুত। অপ্সরারা সবাই অন্তর্হিত।
সুন্দরী টেম্স্, যাও ব’য়ে ধীর আমার গান না থামছে যতক্ষণ।
নদীতে ভাসে না কোনো খালি বোতল, মেঠাই মোড়ার রাংতা,
রেশমি রুমাল, বেতের টুকরি, বিড়ির টুকরা কিংবা
নিদাঘ-নিশির অন্য কোনো সাক্ষিসাবুদ। অপ্সরারা সবাই অন্তর্হিত।
এবং তাদের বন্ধুবর্গ, নগর-অধিকারিগণের চাল-চুলা-হীন যত
ওয়ারিশান, অন্তর্হিত, ঠায়-ঠিকানা-বিনা।
লেমানের জলের ধারে বসেছি, আর কেঁদেছি কত…
সুন্দরী টেম্স্, যাও ব’য়ে ধীর আমার গান না থামছে যতক্ষণ।
বও ধীরে বও, কারণ উচ্চ কিংবা দীর্ঘ নয় এ-উচ্চারণ।
কিন্তু আমার পিছে শুনি হিমেল হাওয়ার একখানা ঝাপ্টাতে
খুটুর-খুটুর হাড্ডি বাজে, চাপাহাসির কানাকানি ছড়িয়ে যায় তাতে।
গাছগাছালির ভিতর দিয়ে একটা ইঁদুর ছেঁচড়ে চ’লে যায়
কাদা-মাখা পেটটুকু তার ঘষ্টে পারঘাটায়
আমি যখন ঘুরে-ঘুরে মাছ-শিকারে রত
গ্যাস হাউসের পিছনে এক শীতের সন্ধ্যারাগে
স্মরণ ক’রে রাজা—আমার ভাইয়ের ভরাডুবি
এবং রাজা—আমার পিতার মৃত্যু তারও আরও আগেভাগে।
ভেজা নামো জমির উপর সাদা নাঙ্গা দেহ, এবং খুবই
ছোট্ট নিচু খটখটে এক চিলেকোঠায় রেখে দেওয়া হয়েছে সব হাড়,
বছর-বছর ইঁদুর চলার শব্দ-ছাড়া অন্য কিছুই নাই।
কিন্তু আমার পিছে আমি শুনি হামেশাই
মোটর এবং ভেঁপুর শব্দ, শ্রীমতী পোর্টারের পাশে
সুইনি-কে যা নিয়ে আসবে মধুমাসে।
উজল-উজল চাঁদের আলো ঝরেছিল, আহ্,
শ্রীমতী পোর্টারের এবং কন্যার উপর তাঁর,
পা ধুতে যে করেন তাঁরা সোডা ব্যবহার,
এবং অহো, গম্বুজে ঐ বাচ্চাগুলির গীতল গলার রা!
খাম্ছে ধ’রে তলায় নদীর ভেজা পাড়ে। বইছে সমীরণ
খয়েরি জমির ’পর, অশ্রুত। অপ্সরারা সবাই অন্তর্হিত।
সুন্দরী টেম্স্, যাও ব’য়ে ধীর আমার গান না থামছে যতক্ষণ।
নদীতে ভাসে না কোনো খালি বোতল, মেঠাই মোড়ার রাংতা,
রেশমি রুমাল, বেতের টুকরি, বিড়ির টুকরা কিংবা
নিদাঘ-নিশির অন্য কোনো সাক্ষিসাবুদ। অপ্সরারা সবাই অন্তর্হিত।
এবং তাদের বন্ধুবর্গ, নগর-অধিকারিগণের চাল-চুলা-হীন যত
ওয়ারিশান, অন্তর্হিত, ঠায়-ঠিকানা-বিনা।
লেমানের জলের ধারে বসেছি, আর কেঁদেছি কত…
সুন্দরী টেম্স্, যাও ব’য়ে ধীর আমার গান না থামছে যতক্ষণ।
বও ধীরে বও, কারণ উচ্চ কিংবা দীর্ঘ নয় এ-উচ্চারণ।
কিন্তু আমার পিছে শুনি হিমেল হাওয়ার একখানা ঝাপ্টাতে
খুটুর-খুটুর হাড্ডি বাজে, চাপাহাসির কানাকানি ছড়িয়ে যায় তাতে।
গাছগাছালির ভিতর দিয়ে একটা ইঁদুর ছেঁচড়ে চ’লে যায়
কাদা-মাখা পেটটুকু তার ঘষ্টে পারঘাটায়
আমি যখন ঘুরে-ঘুরে মাছ-শিকারে রত
গ্যাস হাউসের পিছনে এক শীতের সন্ধ্যারাগে
স্মরণ ক’রে রাজা—আমার ভাইয়ের ভরাডুবি
এবং রাজা—আমার পিতার মৃত্যু তারও আরও আগেভাগে।
ভেজা নামো জমির উপর সাদা নাঙ্গা দেহ, এবং খুবই
ছোট্ট নিচু খটখটে এক চিলেকোঠায় রেখে দেওয়া হয়েছে সব হাড়,
বছর-বছর ইঁদুর চলার শব্দ-ছাড়া অন্য কিছুই নাই।
কিন্তু আমার পিছে আমি শুনি হামেশাই
মোটর এবং ভেঁপুর শব্দ, শ্রীমতী পোর্টারের পাশে
সুইনি-কে যা নিয়ে আসবে মধুমাসে।
উজল-উজল চাঁদের আলো ঝরেছিল, আহ্,
শ্রীমতী পোর্টারের এবং কন্যার উপর তাঁর,
পা ধুতে যে করেন তাঁরা সোডা ব্যবহার,
এবং অহো, গম্বুজে ঐ বাচ্চাগুলির গীতল গলার রা!
পিউ পিউ পিউ
চুক চুক চুক চুক চুক চুক
কী রুক্ষতায় বাধ্য।
তেরিউ
চুক চুক চুক চুক চুক চুক
কী রুক্ষতায় বাধ্য।
তেরিউ
অলীক শহর
শীতের খয়েরি কুয়াশায় মোড়া দ্বিপ্রহরে
স্মার্নার পনি, জনাব য়ুগেনিদিস,
মুখ-ভরা তার খোঁচা-খোঁচা দাড়ি, জেব-ভরা কিসমিস
সি.আই.এফ. লন্ডন: সব দলিলপত্র জোগাড় ক’রে
গেঁয়ো ফরাসিতে দিলেন দাওয়াত বণিক্প্রবর
মধ্যাহ্নভোজনের জন্যে ক্যানন স্ট্রিট হোটেলে,
তার পর সাপ্তাহিক ছুটিটা কাটাতে মেট্রোপোলে।
শীতের খয়েরি কুয়াশায় মোড়া দ্বিপ্রহরে
স্মার্নার পনি, জনাব য়ুগেনিদিস,
মুখ-ভরা তার খোঁচা-খোঁচা দাড়ি, জেব-ভরা কিসমিস
সি.আই.এফ. লন্ডন: সব দলিলপত্র জোগাড় ক’রে
গেঁয়ো ফরাসিতে দিলেন দাওয়াত বণিক্প্রবর
মধ্যাহ্নভোজনের জন্যে ক্যানন স্ট্রিট হোটেলে,
তার পর সাপ্তাহিক ছুটিটা কাটাতে মেট্রোপোলে।
যে-বেগনি প্রহরে দু’চোখ, পিঠ টেনে তোলা হয়
ডেস্ক্ থেকে, অপেক্ষিত মানুষ-কলে-রা যে-সময়
অপেক্ষায় দুরুদুরু ট্যাক্সির মতন কম্প্র, আমি,
অন্ধ তিরেসিয়াস, ত্রিশঙ্কু দু’টি জীবনের মাঝে,
নারীর কুঞ্চিত কুচ-যুক্ত এক বৃদ্ধ, অন্তর্যামী,
দেখি এই বেগনি প্রহরে, এই ঘরে-ফেরা সাঁঝে,
নাবিক সৈকতে ফেরে যে-সময়, চায়ের সময়,
টাইপিস্ট্ মেয়েটি ঘরে। এঁটোকাঁটা সাফসুতরা করে
ব্রেকফাস্টের, চুলা জ্বালে, টিনের খাবার সমুদয়
সাজায় গোছায়। মেলে দেওয়া আছে জানালার ’পরে
আঙ্গিয়া-জাঙ্গিয়া, প্রায়-শুকনা; ছুঁয়ে অস্ততপনের
শেষ রশ্মি। ডিভানে (যা রাতে শয্যা ওর) ডাঁই হ’য়ে
কাঁচুলি শেমিজ মোজা চটি। কোঁচকানো ওলানের
বুড়া, তিরেসিয়াস, দেখেছি ঐ দৃশ্য ভয়ে-ভয়ে,
অবশ্য আংশিকভাবে, বাকিটা গণনা ক’রে বলা—
প্রত্যাশিত অতিথির জন্যে ব’সে ছিলাম আমিও।
সে-যুবক এসে গেল, কুশ্রী গাল, কার্বাঙ্কল-অলা,
ছোট হাউস এজেন্টের করণিক। উদ্ধত অপ্রিয়
দৃষ্টি তার। অধস্তন একজন, ঘাড়ে আছে ব’সে
আস্থা যার, ব্র্যাড্ফোর্ড্ ক্রোড়পতিদের মুণ্ডোপরি
রেশমি টুপির মতো। সময় প্রশস্ত, ভাবল সে,
খাওয়া শেষ, মেয়েটি বিরক্ত আর ক্লান্ত, তড়িঘড়ি
শরীরী সোহাগে ছেলে মেয়েটিকে চাইল তাতাতে,
ভালো যদি না-ও লাগে, মেয়েটি সাধে নি বাদ তাতে।
তড়িৎ-সিদ্ধান্তে দীপ্র, ঝাঁপাল যুবক ক্ষিপ্র রড়ে,
অভিযাত্রী হাত দু’টি বাধাই পেল না কোনো তার;
হাওয়াই দেমাক তার অপরের কী পরোয়া করে,
উদাসীনতাকেই সে স্বাগতম্ ক’রে তোলে, (আর
আমি, তিরেসিয়াস, সয়েছি পূর্বে একই মনোভার
অভিনীত হচ্ছে যা এখন ঐ শয্যা বা ডিভানে;
একদা বসেছি যবে থিবিসের প্রাচীরের তলে,
হেঁটে গেছি নীচতম মৃতের ভিড়ের মাঝখানে।)
বিদায়-চুম্বন হেনে উদাসীন এক অনুদানে
হাতড়িয়ে পথ খুঁড়ে নিল, সিঁড়ি অন্ধকার ব’লে…
ডেস্ক্ থেকে, অপেক্ষিত মানুষ-কলে-রা যে-সময়
অপেক্ষায় দুরুদুরু ট্যাক্সির মতন কম্প্র, আমি,
অন্ধ তিরেসিয়াস, ত্রিশঙ্কু দু’টি জীবনের মাঝে,
নারীর কুঞ্চিত কুচ-যুক্ত এক বৃদ্ধ, অন্তর্যামী,
দেখি এই বেগনি প্রহরে, এই ঘরে-ফেরা সাঁঝে,
নাবিক সৈকতে ফেরে যে-সময়, চায়ের সময়,
টাইপিস্ট্ মেয়েটি ঘরে। এঁটোকাঁটা সাফসুতরা করে
ব্রেকফাস্টের, চুলা জ্বালে, টিনের খাবার সমুদয়
সাজায় গোছায়। মেলে দেওয়া আছে জানালার ’পরে
আঙ্গিয়া-জাঙ্গিয়া, প্রায়-শুকনা; ছুঁয়ে অস্ততপনের
শেষ রশ্মি। ডিভানে (যা রাতে শয্যা ওর) ডাঁই হ’য়ে
কাঁচুলি শেমিজ মোজা চটি। কোঁচকানো ওলানের
বুড়া, তিরেসিয়াস, দেখেছি ঐ দৃশ্য ভয়ে-ভয়ে,
অবশ্য আংশিকভাবে, বাকিটা গণনা ক’রে বলা—
প্রত্যাশিত অতিথির জন্যে ব’সে ছিলাম আমিও।
সে-যুবক এসে গেল, কুশ্রী গাল, কার্বাঙ্কল-অলা,
ছোট হাউস এজেন্টের করণিক। উদ্ধত অপ্রিয়
দৃষ্টি তার। অধস্তন একজন, ঘাড়ে আছে ব’সে
আস্থা যার, ব্র্যাড্ফোর্ড্ ক্রোড়পতিদের মুণ্ডোপরি
রেশমি টুপির মতো। সময় প্রশস্ত, ভাবল সে,
খাওয়া শেষ, মেয়েটি বিরক্ত আর ক্লান্ত, তড়িঘড়ি
শরীরী সোহাগে ছেলে মেয়েটিকে চাইল তাতাতে,
ভালো যদি না-ও লাগে, মেয়েটি সাধে নি বাদ তাতে।
তড়িৎ-সিদ্ধান্তে দীপ্র, ঝাঁপাল যুবক ক্ষিপ্র রড়ে,
অভিযাত্রী হাত দু’টি বাধাই পেল না কোনো তার;
হাওয়াই দেমাক তার অপরের কী পরোয়া করে,
উদাসীনতাকেই সে স্বাগতম্ ক’রে তোলে, (আর
আমি, তিরেসিয়াস, সয়েছি পূর্বে একই মনোভার
অভিনীত হচ্ছে যা এখন ঐ শয্যা বা ডিভানে;
একদা বসেছি যবে থিবিসের প্রাচীরের তলে,
হেঁটে গেছি নীচতম মৃতের ভিড়ের মাঝখানে।)
বিদায়-চুম্বন হেনে উদাসীন এক অনুদানে
হাতড়িয়ে পথ খুঁড়ে নিল, সিঁড়ি অন্ধকার ব’লে…
মেয়েটি ঘুরল, একঝলক তাকাল আয়নায়,
এইমাত্র অন্তর্হিত প্রেমিক-বাবদে নিশ্চেতন;
মগজে ধোঁয়াটে এক ভাবের বাতাস ব’য়ে যায়:
‘যা হবার হ’য়ে গেছে—কী আসে বা কী যায় এখন।’
যখন রূপসী নারী পা বাড়ায় বোকামিতে, আর
ঘরে ফিরে একা-একা পায়চারি করে আন্মনে,
হয়তো আঁচড়ায় চুল স্বয়ঙ্ক্রিয় হাতটিতে তার,
অতঃপর মর্জিমতো রেকর্ড চড়ায় গ্র্যামোফোনে।
এইমাত্র অন্তর্হিত প্রেমিক-বাবদে নিশ্চেতন;
মগজে ধোঁয়াটে এক ভাবের বাতাস ব’য়ে যায়:
‘যা হবার হ’য়ে গেছে—কী আসে বা কী যায় এখন।’
যখন রূপসী নারী পা বাড়ায় বোকামিতে, আর
ঘরে ফিরে একা-একা পায়চারি করে আন্মনে,
হয়তো আঁচড়ায় চুল স্বয়ঙ্ক্রিয় হাতটিতে তার,
অতঃপর মর্জিমতো রেকর্ড চড়ায় গ্র্যামোফোনে।
‘এ-গান আমার সাথে পানির উপরে ভেসে এসেছিল ধীরে’
আর স্ট্রান্ড্ ধ’রে সোজা কুইন ভিক্টোরিয়া সরণিতে।
ও শহর শহর, আমি যে শুনি প্রায়ই
পাশে ব’সে গণপানশালার, লোয়ার টেম্স্ স্ট্রিটে,
ম্যান্ডোলিনে বেজে ওঠে সকরুণ রুনুরুনু আর
ঠকঠক বকবক মধ্যে থেকে তার
যেখানে দুপুরে যত মৎস্যাজীব তোলে ক্লান্ত হাই;
ম্যাগনাস মার্টারের বিরাট্ প্রাচীরে
যেখানে আয়োনিয়ান মর্মর ও স্বর্ণের অবর্ণনীয় ঐশ্বর্য বোঝাই।
আর স্ট্রান্ড্ ধ’রে সোজা কুইন ভিক্টোরিয়া সরণিতে।
ও শহর শহর, আমি যে শুনি প্রায়ই
পাশে ব’সে গণপানশালার, লোয়ার টেম্স্ স্ট্রিটে,
ম্যান্ডোলিনে বেজে ওঠে সকরুণ রুনুরুনু আর
ঠকঠক বকবক মধ্যে থেকে তার
যেখানে দুপুরে যত মৎস্যাজীব তোলে ক্লান্ত হাই;
ম্যাগনাস মার্টারের বিরাট্ প্রাচীরে
যেখানে আয়োনিয়ান মর্মর ও স্বর্ণের অবর্ণনীয় ঐশ্বর্য বোঝাই।
তেল আলকাতরার
ঘাম ঝাড়ে নদী
বজরারা ছোটে
ঘুরপাক সোঁতে
বিতত
রাতুল পাল
অনুকূল বাতাসে দোদুল যত
পৃথুল মাস্তুলে।
বজরারা গা ধোয় ঘা মেরে
ভাসন্ত গুঁড়ির, নিরবধি
চ’লে যায় গ্রিনিচের কূলে
আইল অব ডগ্জ্ ছেড়ে।
হ্বাইয়ালালা লাইয়া
হ্বালালা লাইয়ালালা
ঘাম ঝাড়ে নদী
বজরারা ছোটে
ঘুরপাক সোঁতে
বিতত
রাতুল পাল
অনুকূল বাতাসে দোদুল যত
পৃথুল মাস্তুলে।
বজরারা গা ধোয় ঘা মেরে
ভাসন্ত গুঁড়ির, নিরবধি
চ’লে যায় গ্রিনিচের কূলে
আইল অব ডগ্জ্ ছেড়ে।
হ্বাইয়ালালা লাইয়া
হ্বালালা লাইয়ালালা
এলিজাবেথ ও লেস্টার
ছলাচ্ছলাৎ ফেলছে দাঁড়
ফুটে ওঠে পাছ-গলুই
গিল্টি-করা শাঁখ
লাল আর সোনালি
ফুর্তি ফুলে ওঠে
ঢেউ দুলিয়ে
দুই কূলেই ছোটে
বায়ুকোণের বায়
ভাটিতে নে’ যায়
ঘণ্টার ঢংকার
কত শ্বেতমিনার
হ্বাইয়ালালা লাইয়া
হ্বালালা লাইয়ালালা
ছলাচ্ছলাৎ ফেলছে দাঁড়
ফুটে ওঠে পাছ-গলুই
গিল্টি-করা শাঁখ
লাল আর সোনালি
ফুর্তি ফুলে ওঠে
ঢেউ দুলিয়ে
দুই কূলেই ছোটে
বায়ুকোণের বায়
ভাটিতে নে’ যায়
ঘণ্টার ঢংকার
কত শ্বেতমিনার
হ্বাইয়ালালা লাইয়া
হ্বালালা লাইয়ালালা
‘ট্র্যাম ও মলিন গাছ। হাইবেরি জন্মিয়েছে আর
রিচ্মন্ড্ আর কিউ করেছে বিনষ্ট অকারণে।
রিচ্মন্ড্ উপকূলে হাঁটু তুলেছিলাম আমার
উত্তান শয়ান থেকে একটা ডিঙির পাটাতনে।’
রিচ্মন্ড্ আর কিউ করেছে বিনষ্ট অকারণে।
রিচ্মন্ড্ উপকূলে হাঁটু তুলেছিলাম আমার
উত্তান শয়ান থেকে একটা ডিঙির পাটাতনে।’
‘মোরগেটে পা আমার, এবং আমার
হৃদয় পায়ের তলে। ঘটনাটি ঘ’টে গেলে পরে
কাঁদল সে। শপথ করল এক নূতন শুরু-র। আমি আর
মন্তব্য করি নি কোনো। ক্ষুব্ধ হ’ব কিসের উপরে?’
হৃদয় পায়ের তলে। ঘটনাটি ঘ’টে গেলে পরে
কাঁদল সে। শপথ করল এক নূতন শুরু-র। আমি আর
মন্তব্য করি নি কোনো। ক্ষুব্ধ হ’ব কিসের উপরে?’
‘মার্গেট বালিয়াড়িতে।
আমি পারি জুতে দিতে
কিছু-না-র সঙ্গে কিছু-না।
আমার দেশের লোক, আপামর লোকজন, ইরাদা যাদের
কিছুই-না।’
আমি পারি জুতে দিতে
কিছু-না-র সঙ্গে কিছু-না।
আমার দেশের লোক, আপামর লোকজন, ইরাদা যাদের
কিছুই-না।’
লা লা
কার্থেজে আসিলাম তবে
কার্থেজে আসিলাম তবে
দহতে দহতে দহতে দহতে
হে প্রভু উৎপাটন করহ আমায়
হে প্রভু উৎপাটন করহ
হে প্রভু উৎপাটন করহ আমায়
হে প্রভু উৎপাটন করহ
দহতে
৪. সলিল-সমাধি
ফ্লিবাস, সে-ফিনিসিয়, পক্ষকাল মৃত, ভুলেছে সে
গাঙ্চিলের উচ্চিৎকার, সমুদ্রের গভীর বিস্ফার
আর যত লাভক্ষতি।
জলতলে চোরা স্রোত খুঁটে
সাফ করে হাড্ডি তার। উত্থানপতনে অনিবার
যৌবন-জরার স্তর সকলই পেরোয় অবলীলে
দ’য়ে এক ঢুকে।
য়িহুদি বা পৌত্তলিক, দিনমান
যে তুমি ঘোরাও চাকা, বাতাসের দিকে দৃষ্টি রাখো,
ফ্লিবাস-কে মনে রেখো, যে ছিল তোমারই মতো লম্বা, রূপবান্।
গাঙ্চিলের উচ্চিৎকার, সমুদ্রের গভীর বিস্ফার
আর যত লাভক্ষতি।
জলতলে চোরা স্রোত খুঁটে
সাফ করে হাড্ডি তার। উত্থানপতনে অনিবার
যৌবন-জরার স্তর সকলই পেরোয় অবলীলে
দ’য়ে এক ঢুকে।
য়িহুদি বা পৌত্তলিক, দিনমান
যে তুমি ঘোরাও চাকা, বাতাসের দিকে দৃষ্টি রাখো,
ফ্লিবাস-কে মনে রেখো, যে ছিল তোমারই মতো লম্বা, রূপবান্।
৫. বজ্রবাণী
স্বিন্ন মুখে মশালের লাল আলো পড়বার পরে
উদ্যানের তুষার-শীতল নিস্তব্ধতার পরে
উপলবন্ধুর স্থানে মুমূর্ষার পরে
উচ্চৈঃক্রন্দন
কারাগার প্রাসাদ এবং দূর পাহাড়ের ’পরে
বসন্ত-বজ্রের বাজে গম্ভীর রণন
যে-জন জীবিত ছিল মৃত সে এখন
মরছি আমরা যারা জীবিত ছিলাম
শুধু কিছু ধৈরয-ধারণ
উদ্যানের তুষার-শীতল নিস্তব্ধতার পরে
উপলবন্ধুর স্থানে মুমূর্ষার পরে
উচ্চৈঃক্রন্দন
কারাগার প্রাসাদ এবং দূর পাহাড়ের ’পরে
বসন্ত-বজ্রের বাজে গম্ভীর রণন
যে-জন জীবিত ছিল মৃত সে এখন
মরছি আমরা যারা জীবিত ছিলাম
শুধু কিছু ধৈরয-ধারণ
এখানে পাথর শুধু পানি নাই
পানি নাই শুধুই পাথর আর এক ধূলিপথ ধুধু
পর্বতের মধ্যে উঠে গেছে ঘুরে ঘুরে
যে-পর্বত পানিহীন পাথরে বোঝাই
যদি পানি থাকত ওখানে থেমে পান করতাম
থামা কিংবা চিন্তা করা অসম্ভবপর এ-পাথুরে
জায়গায় বালিতে পা পোঁতা শুকনা ঘাম
পাথরে থাকত যদি কিছু পানি শুধু
মৃত পর্বতের ক্ষ’য়া-দেঁতো মুখ পারে না তো করতে নিষ্ঠীবন
এখানে পারে না কেউ দাঁড়াতে বা শুতে কিংবা বসতে কিছুক্ষণ
শুধু বাজ বাঁজা অনাবৃষ্টিময়
এই স্থান এমনকি নিরিবিলি নয়
শুধু পাঁকে-চেরা যত কুঁড়ের দুয়ারে তাতা লাল
বিষণ্ন মুখের মুখ-সিটকানি এবং গোঙানি
যদি থাকত পানি
না-থাকত পাথর
যদি থাকত পাথর
সাথে থাকত পানি
আর পানি
আর এক নির্ঝর
পাথুরে জঞ্জালে এক শান্ত সরোবর
ওখানে কেবলই যদি কুলুকুলু উঠত আওয়াজ
না-বাজত ঘুর্ঘুরের রুক্ষ পাখোয়াজ
আর শুষ্ক ঘাসের শানাই
শুধু পাথরের বুকে ব’য়ে-যাওয়া জলের তেহাই
যেখানে ঝাউয়ের বনে ময়নারা করে কানাকানি
টুপ টাপ টুপ টাপ টপ টপ টপ
অথচ ওখানে পানি নাই
পানি নাই শুধুই পাথর আর এক ধূলিপথ ধুধু
পর্বতের মধ্যে উঠে গেছে ঘুরে ঘুরে
যে-পর্বত পানিহীন পাথরে বোঝাই
যদি পানি থাকত ওখানে থেমে পান করতাম
থামা কিংবা চিন্তা করা অসম্ভবপর এ-পাথুরে
জায়গায় বালিতে পা পোঁতা শুকনা ঘাম
পাথরে থাকত যদি কিছু পানি শুধু
মৃত পর্বতের ক্ষ’য়া-দেঁতো মুখ পারে না তো করতে নিষ্ঠীবন
এখানে পারে না কেউ দাঁড়াতে বা শুতে কিংবা বসতে কিছুক্ষণ
শুধু বাজ বাঁজা অনাবৃষ্টিময়
এই স্থান এমনকি নিরিবিলি নয়
শুধু পাঁকে-চেরা যত কুঁড়ের দুয়ারে তাতা লাল
বিষণ্ন মুখের মুখ-সিটকানি এবং গোঙানি
যদি থাকত পানি
না-থাকত পাথর
যদি থাকত পাথর
সাথে থাকত পানি
আর পানি
আর এক নির্ঝর
পাথুরে জঞ্জালে এক শান্ত সরোবর
ওখানে কেবলই যদি কুলুকুলু উঠত আওয়াজ
না-বাজত ঘুর্ঘুরের রুক্ষ পাখোয়াজ
আর শুষ্ক ঘাসের শানাই
শুধু পাথরের বুকে ব’য়ে-যাওয়া জলের তেহাই
যেখানে ঝাউয়ের বনে ময়নারা করে কানাকানি
টুপ টাপ টুপ টাপ টপ টপ টপ
অথচ ওখানে পানি নাই
সতত তোমার পাশে হেঁটে আসে, কে ঐ তৃতীয়জন, কে ও?
যখন গণনা করি, তুমি আর আমি একসাথে,
অথচ যখই আমি দৃষ্টি দিই সাদা রাস্তাটাতে
হরেক পলকে দেখি তোমার পাশেই হাঁটে সেও,
আলতো পায়ে হেঁটে যায় কটা আলোয়ান গায়ে, ঘোমটায় ঢাকা তার মাথা,
ও পুরুষ নাকি নারী আমি জানি না তা
কিন্তু ও কে, তোমার ওপাশে ওটা কে ও?
যখন গণনা করি, তুমি আর আমি একসাথে,
অথচ যখই আমি দৃষ্টি দিই সাদা রাস্তাটাতে
হরেক পলকে দেখি তোমার পাশেই হাঁটে সেও,
আলতো পায়ে হেঁটে যায় কটা আলোয়ান গায়ে, ঘোমটায় ঢাকা তার মাথা,
ও পুরুষ নাকি নারী আমি জানি না তা
কিন্তু ও কে, তোমার ওপাশে ওটা কে ও?
বাতাসে কিসের কোলাহল এ
মর্মরিত যেন জননীর হাহাকার
মুখ ঢেকে জড়ো হচ্ছে কারা দলে-দলে
সীমাহীন তেপান্তরে, ফুটি-ফাটা জমিনে হুঁচোট খেয়ে চলে
তাদের ঘিরেছে শুধু চ্যাপ্টা এক দিগন্তপ্রাকার
গিরিশীর্ষে কীসের শহর এ
ফেটে যায়, জোড়া লাগে, বেগনি হাওয়ায় ভেঙে পড়ে
হেলানো মিনার
জেরুজালেম অ্যাথেন্স্ অ্যালেক্সান্ড্রিয়া ভিয়েনা লন্ডন
অলীক
মর্মরিত যেন জননীর হাহাকার
মুখ ঢেকে জড়ো হচ্ছে কারা দলে-দলে
সীমাহীন তেপান্তরে, ফুটি-ফাটা জমিনে হুঁচোট খেয়ে চলে
তাদের ঘিরেছে শুধু চ্যাপ্টা এক দিগন্তপ্রাকার
গিরিশীর্ষে কীসের শহর এ
ফেটে যায়, জোড়া লাগে, বেগনি হাওয়ায় ভেঙে পড়ে
হেলানো মিনার
জেরুজালেম অ্যাথেন্স্ অ্যালেক্সান্ড্রিয়া ভিয়েনা লন্ডন
অলীক
এক রূপসী বাঁধল ক’ষে দিঘল কালো কেশ
বেয়ালা-সুলভ চাপা সুর ঐ তারগুলিতে ওঠে
বেগনি আলোয় বাদুড়গুলো দিল তাদের বাচ্চা-মুখে শিস
এবং তারা ডানাগুলো ঝাপটাল পাখসাটে
ধূসর একটা পাঁচিল-তলে হামা দিল তারা হেঁট মাথায়
হাওয়ার উল্টা কত-না মিনার
স্মৃতির ঘণ্টা বাজাচ্ছে, যা প্রহর গুন্ত, আর
গীতল গলার রা শোনা যায় শূন্য কুয়ায় আর চৌবাচ্চায়
বেয়ালা-সুলভ চাপা সুর ঐ তারগুলিতে ওঠে
বেগনি আলোয় বাদুড়গুলো দিল তাদের বাচ্চা-মুখে শিস
এবং তারা ডানাগুলো ঝাপটাল পাখসাটে
ধূসর একটা পাঁচিল-তলে হামা দিল তারা হেঁট মাথায়
হাওয়ার উল্টা কত-না মিনার
স্মৃতির ঘণ্টা বাজাচ্ছে, যা প্রহর গুন্ত, আর
গীতল গলার রা শোনা যায় শূন্য কুয়ায় আর চৌবাচ্চায়
পর্বতের এই ক্ষয়িষ্ণু গুহায়
এই পাণ্ডুর চাঁদের আলোয়, ঘাসেরা গান গায়
উলটপালট গোরের উপর, চ্যাপেলটার ওখানে
প’ড়ে আছে শূন্য চ্যাপেল, ঘর সে শুধু হাওয়ার।
জানালাহীন ঘরে দরজা নিজেই নড়ে,
শুকনা হাড্ডি কার কী ক্ষতি করতে পারে বা আর?
দাঁড়িয়ে ছিল মোরগ শুধু চিলছাদের উপরে
কুক্কুরুকু কুক্কুরুকু
বিদ্যুতের এক ঝলসানিতে। তার পরে এক ভেজা হাওয়া দমকা টানে
বৃষ্টি আনে
এই পাণ্ডুর চাঁদের আলোয়, ঘাসেরা গান গায়
উলটপালট গোরের উপর, চ্যাপেলটার ওখানে
প’ড়ে আছে শূন্য চ্যাপেল, ঘর সে শুধু হাওয়ার।
জানালাহীন ঘরে দরজা নিজেই নড়ে,
শুকনা হাড্ডি কার কী ক্ষতি করতে পারে বা আর?
দাঁড়িয়ে ছিল মোরগ শুধু চিলছাদের উপরে
কুক্কুরুকু কুক্কুরুকু
বিদ্যুতের এক ঝলসানিতে। তার পরে এক ভেজা হাওয়া দমকা টানে
বৃষ্টি আনে
গঙ্গা ব’সে গিয়েছিল নীচে। আর নমিত পাতায়
জেগেছে বৃষ্টির তেষ্টা, কাজল মেঘেরা
জমেছে সুদূর হিমবন্তের মাথায়।
মাটিতে নেতিয়ে আছে জঙ্গল, কুব্জ সে গাঢ় স্তব্ধতার ভারে।
তখন বজ্র বলে
দ
দত্ত : আমরা দিয়েছি কী বা?
বন্ধু আমার, রক্তের তোড়ে প্রাণ তোলপাড় করে
এক লহমার আত্মসমর্পণের দুঃসাহস
প্রত্যাহার যা করতে পারে না বিমৃশ্যকারী কাল
আর শুধু তাই, শুধু তারই দ্বারা আমরা টিকেছি হেথায়
পাওয়া যাবে না যা আমাদের শোকনামায় অথবা
যে-স্মৃতি ঢেকেছে উপচিকীর্ষু ঊর্ণনাভের জাল
কিংবা শীর্ণ আইন-বিদের ভাঙা মোহরের তলায়
আমাদের ফাঁকা ঘরে
দ
দয়ধ্বম্ : শুনেছি চাবিটা একবার দরজায়
ঘুরতে, এবং একবারই শুধু হায়
চাবির চিন্তা করছি আমরা, সবাই যে-যার গারদে
চাবি নিয়ে চিন্তিত, প্রত্যেকে নিশ্চিতি দেয় একটাই গারদের
শুধু নিশামুখে, হাওয়াই গুজব শুধু এক-পল-তরে
সে-উৎসন্ন কোরিয়ল্যানাসে পুনর্জীবিত করে
দ
দাম্যত : নৌকাটা সাড়া দিয়েছিল খুশি হ’য়ে
পালে আর দাঁড়ে দক্ষ হাতের দাপটে
সমুদ্র স্থির, তোমার হৃদয় সাড়া দিত খুশি হ’য়ে
আহূত যদাপি, বাধ্য ধড়্কনায়;
ঐ নিয়ন্তা হাতটির ইশারায়
বসেছি তখন সে-তটে
মৎস্য-শিকারে রত, পশ্চাতে বিরান তেপান্তর
আমার জমি কি নেব না গুছিয়ে আমি অন্ততঃ?
লন্ডন ব্রিজ ভেঙে প’ড়ে যায় ভেঙে প’ড়ে যায় ভেঙে প’ড়ে যায়
সে সেই অনলে লুকাল তাদের পুড়ে যা করবে শুদ্ধ অতঃপর
কবহুঁ ভইব দোয়েল-সমান—দোয়েল দোয়েল বোনটি
ভাঙা কেলায় আকিতেইনের রাজার কুমার কাঁদে
প্রলয় আমার ঠেকিয়েছি এই খোলামকুচির বাঁধে
তথাস্তু, হবে ব্যবস্থা তব। খেপেছে হিয়েরোনিমো পুনরায়।
দত্ত। দয়ধ্বম্। দাম্যত।
শান্তিঃ শান্তিঃ শান্তিঃ
জেগেছে বৃষ্টির তেষ্টা, কাজল মেঘেরা
জমেছে সুদূর হিমবন্তের মাথায়।
মাটিতে নেতিয়ে আছে জঙ্গল, কুব্জ সে গাঢ় স্তব্ধতার ভারে।
তখন বজ্র বলে
দ
দত্ত : আমরা দিয়েছি কী বা?
বন্ধু আমার, রক্তের তোড়ে প্রাণ তোলপাড় করে
এক লহমার আত্মসমর্পণের দুঃসাহস
প্রত্যাহার যা করতে পারে না বিমৃশ্যকারী কাল
আর শুধু তাই, শুধু তারই দ্বারা আমরা টিকেছি হেথায়
পাওয়া যাবে না যা আমাদের শোকনামায় অথবা
যে-স্মৃতি ঢেকেছে উপচিকীর্ষু ঊর্ণনাভের জাল
কিংবা শীর্ণ আইন-বিদের ভাঙা মোহরের তলায়
আমাদের ফাঁকা ঘরে
দ
দয়ধ্বম্ : শুনেছি চাবিটা একবার দরজায়
ঘুরতে, এবং একবারই শুধু হায়
চাবির চিন্তা করছি আমরা, সবাই যে-যার গারদে
চাবি নিয়ে চিন্তিত, প্রত্যেকে নিশ্চিতি দেয় একটাই গারদের
শুধু নিশামুখে, হাওয়াই গুজব শুধু এক-পল-তরে
সে-উৎসন্ন কোরিয়ল্যানাসে পুনর্জীবিত করে
দ
দাম্যত : নৌকাটা সাড়া দিয়েছিল খুশি হ’য়ে
পালে আর দাঁড়ে দক্ষ হাতের দাপটে
সমুদ্র স্থির, তোমার হৃদয় সাড়া দিত খুশি হ’য়ে
আহূত যদাপি, বাধ্য ধড়্কনায়;
ঐ নিয়ন্তা হাতটির ইশারায়
বসেছি তখন সে-তটে
মৎস্য-শিকারে রত, পশ্চাতে বিরান তেপান্তর
আমার জমি কি নেব না গুছিয়ে আমি অন্ততঃ?
লন্ডন ব্রিজ ভেঙে প’ড়ে যায় ভেঙে প’ড়ে যায় ভেঙে প’ড়ে যায়
সে সেই অনলে লুকাল তাদের পুড়ে যা করবে শুদ্ধ অতঃপর
কবহুঁ ভইব দোয়েল-সমান—দোয়েল দোয়েল বোনটি
ভাঙা কেলায় আকিতেইনের রাজার কুমার কাঁদে
প্রলয় আমার ঠেকিয়েছি এই খোলামকুচির বাঁধে
তথাস্তু, হবে ব্যবস্থা তব। খেপেছে হিয়েরোনিমো পুনরায়।
দত্ত। দয়ধ্বম্। দাম্যত।
শান্তিঃ শান্তিঃ শান্তিঃ
Thank you for writing such a great post . Excellent article you have shared here.I really enjoyed to read this blog post.The information you give will prove to be of great value to me, I hope that. It is our wish that you continue to write great articles in such a future.Thanku for sharing the wonderful article
উত্তরমুছুন