ডব্লিউ বি ইয়েটসের কবিতা

 

অই মহতী দিনে

THE GREAT DAY

বিপ্লব বলে উল্লাসে ফেটে যান এবং ইচ্ছে মতো তোপ দাগান!
এক অধম পায়ে হেঁটে চলে, আরেকজন ঘোড়া সাথে
অধমের তরে চাবুক দাগায়, নিষ্ঠুর কশাঘাতে।
বিপ্লব বলে উৎফুল্লে ফেটে যান এবং পুনঃপুন নগ্ন- তোপ দাগান!
যদিও অধমের ভাগ্য বদলে যায়,
তবুও চাবুকের তোপ হয় না সহায়।

পার্নেল
PARNELL

পার্নেল রাস্তায় নেমে এলেন, এক খোশামুদি উৎফুল্ল
লোককে বললেনঃ
‘আয়ারল্যান্ড স্বাধীনতা পাবে
তবুও তুমি অনবরত সংযত পাথরই ভাঙ্গবে।’

বিনষ্ট খতিয়ান
WHAT WAS LOST

এক রণক্ষেত্র থেকে আরেক রণাঙ্গনে হেঁটে যাই
গেয়ে উঠি গান;
সন্ত্রস্ত হয়ে করি লাভের সন্ধান,
ক্ষতির হিসাবের জের ধরে টান,
পথভ্রষ্ট রাজা আমার, এবং পথচ্যুত ব্যর্থ সিপাহী বেশুমার;
এবং,
তারা সম্বিত ফিরে পায় সবসময়,
পথভ্রষ্ট আরাধনায় লিপ্ত চরণযুগল যখন বাধাপ্রাপ্ত হয়।

ভাষান্তর: মেহেরাব ইফতি

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন