জসীম উদদীনের রুপাই ও সাজু

download

। কাউসার আলম ।

প্রকৃতি আর মানুষের সহজ মুক্তির অবাধ স্ফুরণ ‘নক্সী কাঁথার মাঠ’। দুটি গ্রাম্য ছেলেমেয়ের ভালোবাসার নক্সীবুনন জসীম উদ্‌দীনের কাহিনী কাব্য ‘নক্সী কাঁথার মাঠ’। কাঁথার জমিন জুড়ে ভালোবাসার জ্যামিতিক নকশা আঁকা এ কাব্য, দুটি প্রাণের অন্তর ও বাইরের দ্বন্দ্ব, সুখ-দু:খের, গানের অনুভবকে প্রকৃতির আবরণে একীভূত করে দেয়। প্রকৃত বিচারে ‘নক্সী কাঁথার মাঠ’র দুটি হৃদয়ের সুখ-দুঃখের পুরোটাই দখল করে আছে প্রকৃতি। কাব্যটির চৌদ্দটি খণ্ডের মাঝে প্রকৃতিই আশা জাগায়, সমৃদ্ধিতে ভরে দেয়, আবার প্রকৃতিই দ্বন্দ্ব সৃষ্টির মাধ্যমে, কখনোবা প্রাকৃতিক বিপর্যয়, গোষ্ঠীবদ্ধ দ্বন্দ্বের মাধ্যমে বয়ে আনে দুঃখময় পরিণাম-হতাশা। বিস্তারিত পড়ুন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন