ওয়েবসাইটে সুতনির (Sutonny MJ) মতো বাংলা ফন্ট দেখতে চাই্লে
আপনার কম্পিউটারে নিচের ওয়েবসাইটগুলো থেকে
সোলাইমান লিপি (SOLAIMAN LIPI),
কালপুরুষ (KALPURUSH)
কিংবা
আদর্শলিপি (ADORSHO LIPI)
ফন্টগুলোর যে-কোনো একটি ডাউনলোড করে ইন্সটল করুন।
ফন্ট ইন্সটল করার নিয়ম :
১. start থেকে run-এ যান।
২. run-এর ফাঁকাস্থানে font লিখে search দিন।
৩. fontগুলো বের হলে (download থেকে copy করে) pest করুন।
৪. সাইট থেকে বের হয়ে পুনরায় সাইটটিতে প্রবেশ করুন।
ওয়েবসাইট থেকে ফন্ট ডাউনলোড :
http://fonts.com.bd/
আপনার কম্পিউটারে নিচের ওয়েবসাইটগুলো থেকে
সোলাইমান লিপি (SOLAIMAN LIPI),
কালপুরুষ (KALPURUSH)
কিংবা
আদর্শলিপি (ADORSHO LIPI)
ফন্টগুলোর যে-কোনো একটি ডাউনলোড করে ইন্সটল করুন।
ফন্ট ইন্সটল করার নিয়ম :
১. start থেকে run-এ যান।
২. run-এর ফাঁকাস্থানে font লিখে search দিন।
৩. fontগুলো বের হলে (download থেকে copy করে) pest করুন।
৪. সাইট থেকে বের হয়ে পুনরায় সাইটটিতে প্রবেশ করুন।
ওয়েবসাইট থেকে ফন্ট ডাউনলোড :
http://fonts.com.bd/
http://www.omicronlab.com/bangla-fonts.html
ব্রাউজারের ডানপাশে উপরের দিকে কোনায় মেনু বার পাবেন।
(মেনুবার চিনতে হলে--নিচে নিচে এক সারি তিনটি ছোটো রেখা পাবেন। সেখানে মাউসের কার্সার ধরলে লেখা পাবেন--customized and control Google chrome)।
মেনু বারের setting অপসনে ক্লিক করুন। একটা পেজ আসবে। সেখানে নিচের দিকে Show advanced settings
নীল রঙে লেখা লিংক পাবেন।
Show advanced settings এ ক্লিক করে Web content এর Customize fonts এ ক্লিক করুন।
Standerd font, serif font, sans serif font এ ইন্সটল থাকা ইউনিকোড বাংলা ফন্ট ( যেমনঃ SolaimanLipi) নির্বাচন করে Minimum font size এ ১৫ নির্ধারণ করে ok করলে অনলাইনে যেকনো সাইটে বাংলা লেখা ও স্পষ্ট ভাবে দেখা যাবে।
যারা গুগল ক্রম ব্রাউজার ব্যবহার করেন তারা এরপরে --
Google Chorme এর জন্য মেনু থেকে Settings-এ যান।ব্রাউজারের ডানপাশে উপরের দিকে কোনায় মেনু বার পাবেন।
(মেনুবার চিনতে হলে--নিচে নিচে এক সারি তিনটি ছোটো রেখা পাবেন। সেখানে মাউসের কার্সার ধরলে লেখা পাবেন--customized and control Google chrome)।
মেনু বারের setting অপসনে ক্লিক করুন। একটা পেজ আসবে। সেখানে নিচের দিকে Show advanced settings
নীল রঙে লেখা লিংক পাবেন।
Show advanced settings এ ক্লিক করে Web content এর Customize fonts এ ক্লিক করুন।
Standerd font, serif font, sans serif font এ ইন্সটল থাকা ইউনিকোড বাংলা ফন্ট ( যেমনঃ SolaimanLipi) নির্বাচন করে Minimum font size এ ১৫ নির্ধারণ করে ok করলে অনলাইনে যেকনো সাইটে বাংলা লেখা ও স্পষ্ট ভাবে দেখা যাবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন